kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

বাড়িতে সিবিআই সদস্যদের দেখে অসুস্থ হয়ে মৃত্যু!

অনলাইন ডেস্ক   

২৯ নভেম্বর, ২০২০ ০৮:১৭ | পড়া যাবে ১ মিনিটেবাড়িতে সিবিআই সদস্যদের দেখে অসুস্থ হয়ে মৃত্যু!

ভারতের তদন্ত সংস্থা বা সিবিআই তল্লাশির সময় অসুস্থ হয়ে মারা গেলেন ইসিএল-এর নিরাপত্তা কর্মকর্তা ধনঞ্জয় রায়। কয়লা-কাণ্ডে গতকাল শনিবার সকাল থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।

আসানসোলের বিভিন্ন জায়গাতেও তল্লাশি চলছে। গতকাল শনিবার সিবিআই সদস্যরা ইসিএল-এর নিরাপত্তা কর্মকর্তা জামুড়িয়ার বাসিন্দা ধনঞ্জয়ের বাড়িতে যান। 

সিবিআই সদস্যদের আসতে দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে কোলিয়ারি কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সিবিআই তল্লাশির সময় ধনঞ্জয়ের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার নাম জড়িয়ে যায় সম্প্রতি। শনিবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দল তার সল্টলেক এবং পুরুলিয়ার বাড়িতে অভিযান চালায়।

যদিও লালা এখন পর্যন্ত পলাতক আছেন। কয়লা পাচার চক্রে কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন সিবিআই সদস্যরা। তদন্তে নেমে এরই মধ্যে বেশ কয়েকজনের নাম পেয়েছে সিবিআই।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্যসাতদিনের সেরা