<p>মুদ্রার উল্টো পিঠটাও দেখল বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাঠে ধবলধোলাই করার সুখস্মৃতি নিয়ে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল স্বাগতিকদের বিপক্ষে দারুণ কিছু খেলা উপহার দেওয়া।</p> <p>কিন্তু সিরিজ শুরুর পর দেখা গেছে কথা আর কাজে কোনো মিল নেই। উল্টো ভারতের কাছেই এবার ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। বৃষ্টির কারণে ‘আড়াই দিনের’ কানপুর টেস্টেও বাংলাদেশ ড্র করতে পারেনি। ৭ উইকেটের হারে স্বাভাবিকভাবেই হতাশ নাজমুল হোসেন শান্ত।</p> <p>সফরে ব্যাটিং ব্যর্থতাই দলের পরাজয়ের অন্যতম কারণ বলে জানিয়েছেন শান্ত। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এই কন্ডিশনে আমাদের ভালো ব্যাটিং করা দরকার ছিল। আপনি যদি ব্যাটারদের দিকে তাকান দেখবেন ৩০-৪০ বল খেলার পরেই আউট হয়েছে তারা। অন্তত একজন ব্যাটারের বড় ইনিংস খেলা গুরুত্বপূর্ণ ছিল। এমন মুহূর্তে অশ্বিন-জাদেজা যেমনটা ব্যাট করেছিল। তারা সত্যি দুর্দান্ত ব্যাটিং করেছিল। এ সময় আমাদের প্রয়োজন ছিল কিভাবে উইকেট নেওয়া যায় তেমন বোলিং করা। যার মূল্য আমাদের দিতে হয়েছে।’</p>