<p>বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ধরিয়ে দিয়েছে। আবার আওয়ামী লীগের নেতারা টাকা খেয়ে ছাড়ানোর ব্যবস্থা করেছে। এজন্য গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারত না। নির্বাচনে ভোট চাইতে পারত না। এই দেশটা মগের মুল্লুক হয়ে গেছিল। আওয়ামী লীগ যা ইচ্ছা তাই করেছে। বিএনপির নেতাকর্মীরা ঘরছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া হয়েছিল। </p> <p>আওয়ামী লীগ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যে মামলা দিয়ে জেলে রেখেছিলেন। যাতে নির্বাচন করতে না পারে।  </p> <p>১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাদগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউপি কার্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।</p> <p>ভাদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান বাদলের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, বিএনপি নেতা আব্দুল কাদের শিকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, ভাদগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সিঙ্গাপুর শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাভলুর রহমান লাভলু মৃধা, উপজেলা বিএনপির সদস্য সোহাগ মিয়া প্রমুখ।</p>