<p style="text-align:justify">সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হিজরত নিয়ে মানহানিকর পোস্ট করার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক শিশির ভট্টাচার্যের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি প্ল্যাটফরম।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশ থেকে শিশির ভট্টাচার্যের শিক্ষক পদ বাতিল ও তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে তারা। </p> <p style="text-align:justify">সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত ১১ ডিসেম্বর রাতে ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দুত্ববাদী শিক্ষক শিশির ভট্টাচার্য তার ফেসবুক পেজে মহানবী (সা.)-এর ঐতিহাসিক হিজরত নিয়ে জঘন্যতম কটূক্তি করেন। এর আগে গত ২৩ অক্টোবর তিনি একই বিষয়ে কটূক্তি করেছিলেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এসএসসির সূচি প্রকাশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1734007693-29ae87945c5b840038b2a7ed5ebc9aee.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এসএসসির সূচি প্রকাশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/12/12/1456749" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">স্টুডেন্টস ফর সভারেন্টির যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত বলেন, ‘বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম। ইসলাম ও নবীজি (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করা রাষ্ট্রদ্রোহের শামিল। কাজেই রাষ্ট্রের উচিত, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।’</p> <p style="text-align:justify">এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অতি দ্রুত অধ্যাপক শিশির ভট্টাচার্যকে বরখাস্তের দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।</p> <p style="text-align:justify">বিক্ষোভ সমাবেশ থেকে দুটি দাবি জানানো হয়। এগুলো হলো : ১. শিশির ভট্টাচার্যের শিক্ষকত্ব বাতিল করে ঢাবি কর্তৃপক্ষকে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ২. সংবিধানের মধ্যে মহানবীর (সা.) বিষয়টি সর্বাগ্রে, সর্বোচ্চ মর্যাদায়, সবার ওপরে রাখতে হবে এবং তাঁর আদর্শকেন্দ্রিক সংবিধান সংস্কার করতে হবে। </p> <p style="text-align:justify">সমাবেশে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফর সভারেন্টির মুহম্মদ জিয়াউল হক, শাকিল মিয়া, মুহিউদ্দিন রাহাত, রাফসান, সাইদুলসহ আরো অনেকে। </p> <p style="text-align:justify">এর আগে বুধবার (১১ ডিসেম্বর) সিরিয়ায় দুই যুগ ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নিয়ে একটি স্ট্যাটাস দেন অধ্যাপক শিশির ভট্টাচার্য। সেখানে তিনি লেখেন, ‘আসাদও পালাল?’ প্রশ্ন শুনে এক আরবি বন্ধু বলল : ‘অবাক হচ্ছ কেন, পালানো তো সুন্নত (আরবদেশে মহাপুরুষদের অনুকরণীয় দৃষ্টান্ত)!’</p>