<p style="text-align:justify">২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ১০ এপ্রিল। ওইদিন বাংলা (আবশ্যিক)-১ম পত্র ও সহজ বাংলা-১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠি হবে। আর ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলা (আবশ্যিক)-২য় পত্র ও বাংলা সহজ ২য় পত্রের পরীক্ষা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির যত কর্মসূচি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1734007092-0a4f3f3fe2f793006af90f811bc01481.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির যত কর্মসূচি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/12/1456746" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ইংরেজি (আবশ্যিক)-১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল। আর ইংরেজি (আবশ্যিক) ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে গণিত (আবশ্যিক) পরীক্ষা।</p> <p style="text-align:justify">২২ এপ্রিল অনুষ্ঠিত হবে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা।</p> <p style="text-align:justify">তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ২৩ এপ্রিল, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। </p> <p style="text-align:justify">এছাড়া, পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা ২৭ এপ্রিল; রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা ২৯ এপ্রিল;  ভূগোল ও পরিবেশ ৩০ এপ্রিল; উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং বিজ্ঞান ৪ মে, জীব বিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি ৬ মে, হিসাব বিজ্ঞান ৭ মে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা ৮ মে অনুষ্ঠিত হবে।<br />  </p>