<p style="text-align:justify">ফেনী‌তে মহান বিজয় দিবস উপলক্ষে ‘গণ-অভ্যুত্থান গাঁথা’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ফেনী স্টান্ট ওয়া‌রিয়রস-এ প্রতি‌যোগিতার আ‌য়োজন ক‌রে‌। </p> <p style="text-align:justify">শহরের জেলা পরিষদস্থ ড. সে‌লিম আলদীন মিলনায়ত‌নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। </p> <p style="text-align:justify">সমাপনী অনুষ্ঠানে বক্তারা ব‌লে‌ন, মুক্তিযুদ্ধের চেতনা থে‌কে স‌রে যাওয়ায় আমরা বার বার দিক হা‌রি‌য়ে‌ছি। আমা‌দের‌ ২৪-এর দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ক‌রে নতুন বাংলা‌দেশ গ‌ড়ে তুল‌তে হ‌বে। </p> <p style="text-align:justify">তারা বলেন, ‌কোনোভা‌বেই ফ‌্যা‌সিস্ট‌দের ঘু‌রে দাঁড়া‌তে দেয়া যা‌বে না। নতুন প্রজন্ম‌কে তা‌দের অত‌্যাচার নির্যাত‌নের স‌ঠিক ইতিহাস এবং শহীদ আবু সাঈদ-মুগ্ধ‌দের আত্মত‌্যা‌গের কা‌হিনীও জানা‌তে হ‌বে। </p> <p style="text-align:justify">প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ২৪-এর জুলাই-আগস্টে আমরা যে লক্ষ্যে রক্ত দিয়েছি, সেই চেতনা থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের উচিত, ২৪-এর গণ-অভ‌্যুথ্থা‌নের চেতনা‌কে ধারণ করে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা। ঐক্য ধরে রাখলে আমাদের এ প্রজন্মের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করা সম্ভব হবে।</p> <p style="text-align:justify">সংগঠ‌নের সভাপতি আশরাফুল ইসলাম আবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, সংগঠ‌নের উপদেষ্টা, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও বাসস সংবাদদাতা মোহাম্মদ শাহাদাত হোসেন এবং স্টার লাইন গ্রু‌পের পরিচালক মাইন উদ্দিন। </p> <p style="text-align:justify">আবৃ‌ত্তিকার আশরাফুল হক আরমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপ‌তি আলমগীর চৌধুরী, কালের কণ্ঠ ফেনী প্রতিনিধি কামরুল হোসেন লিটন, সংগঠক তাহসিন সুবহান ও কার্যকরী সদস্য তাহমিদ ভূঁইয়া। </p> <p style="text-align:justify">এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুই গ্রু‌পের ১০ জনকে পুরস্কৃত করা হয়।</p>