<p style="text-align:justify">লক্ষ্মীপুরের রামগতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা খেয়ে অটোরিকশা উল্টে নাছিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ওসির সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সভা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/13/1734077028-db8e74df8d74f3efdd249a3fd3a466da.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ওসির সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সভা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/13/1457029" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">শুক্রবার (১৩) ডিসেম্বর) সকালে উপজেলার জমিদারহাট এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">নিহত নাছিমা আক্তার রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী। আহতরা হলেন- নিহত নাছিমার বোন ফারজানা আক্তার ও অটোরিকশা চালক। তবে চালকের নাম জানা যায়নি। ফারজানাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গোপালগঞ্জে পৃথক ঘটনায় এক শিশুসহ তিনজনের মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/13/1734077176-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গোপালগঞ্জে পৃথক ঘটনায় এক শিশুসহ তিনজনের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/13/1457030" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয়রা জানান, রামগতি উপজেলার চরসীতা এলাকার বাবার বাড়ি থেকে অটোরিকশায় করে শ্বশুরবাড়িতে যাচ্চিলেন নাছিমা ও তার বোন ফারজানা। অটোরিকশাটি ঘটনাস্থল পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উলটে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নাছিমা। আর আহতন হন অটেরিকশা চালক ও ফারজানা। আহতদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হারের পর ‘মুখের’ পরিবর্তন হলেও কথার পরিবর্তন হয় না" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/13/1734078159-6192bf9aa3fcc6d30a5a20c825dfc5b8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হারের পর ‘মুখের’ পরিবর্তন হলেও কথার পরিবর্তন হয় না</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/13/1457033" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কমলাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই নাছিমার মৃত্যু হয়েছে। আহত ফারজানার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।</p> <p style="text-align:justify">রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ সময় হয়েছেন দুইজন। পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হবে।<br />  </p>