<p>দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের ডাগআউটে জেসন গিলেস্পিই থাকবেন এমন ঘোষণা গত মাসে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ান কোচ নিজেই থাকছেন না পাকিস্তানের প্রধান কোচের পদে।</p> <p>টেস্ট কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন গিলেস্পি। তার পদ ছাড়ার বিষয়টি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। কয়েক দিন ধরেই অবশ্য তার পদ ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনের পালে জোরেশোরে হাওয়া লাগে সহকারী কোচ টিম নিয়েলসেনের সঙ্গে পিসিবি মেয়াদ না বাড়ালে।</p> <p>সহকারীকে পাশে না পাওয়ায় এবার নিজেই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান গিলেস্পি। তার সরে যাওয়ার পরেই সীমিত ওভারের কোচ আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন হিসেবে  নিয়োগও দিয়েছে পিসিবি। সাবেক পেসারের অধীনে শান মাসুদের দল প্রথম খেলবে আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে। অন্য টেস্টটি ৩ জানুয়ারি শুরু হবে কেপটাউনে।</p> <p>দুই বছরের চুক্তিতে এ বছরের এপ্রিলে দায়িত্ব নিয়েছিলেন গিলেস্পি। কিন্তু এক বছর না হতেই দুই পক্ষের পথ গেছে বেঁকে। এর আগে পাকিস্তানের সীমিত ওভারের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারি কারস্টেনও।</p>