<p>টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জের ধরে মোহাম্মদ আলী (২) নামের এক শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার মা হিরা আক্তারের (৩০) বিরুদ্ধে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।</p> <p>শিশু মোহাম্মদ আলী বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশাচালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্তের নাম হিরা আক্তার। তিনি পাশের উপজেলা মির্জাপুরের আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে। হিরা আক্তারের তৃতীয় স্বামী ইব্রাহীম মিয়া।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৫ দিন আগে বাবা হন নাহিদ, সড়কে গেল প্রাণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/13/1734075590-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৫ দিন আগে বাবা হন নাহিদ, সড়কে গেল প্রাণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/13/1457025" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে অটোরিকশাচালক ইব্রাহিম মিয়ার সঙ্গে হিরা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর মধ্যে তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। মাঝেমধ্যেই পারিবারিক কলহের জের ধরে হিরা আক্তার তার বাবার বাড়িতে চলে যেতেন। এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।</p> <p>নিহত শিশুর বাবা ইব্রাহিম মিয়া বলেন, ‘আমি অশিক্ষিত আর আমার স্ত্রী এইচএসসি পাস। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে কলহ চলছিল। হিরার এর আগেও দুটি বিয়ে হয়েছিল। মাঝেমধ্যেই সে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেত।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোস্ট গার্ডের নিরাপত্তায় পণ্যবাহী ৭ ট্রলার গেল সেন্ট মার্টিনে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/13/1734068841-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোস্ট গার্ডের নিরাপত্তায় পণ্যবাহী ৭ ট্রলার গেল সেন্ট মার্টিনে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/13/1457012" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে প্রকৃতির ডাকের কথা বলে শিশুসন্তান মোহাম্মদকে কোলে নিয়ে আমার স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর তিনি একাই ঘরে ফিরে আসেন। এ সময় সন্তানের কথা জিজ্ঞাসা করলে সে জানায় সন্তান আছে। পরে রাগারাগি করলে সে আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার সন্তান মোহাম্মদ পড়ে আছে। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার সন্তান মোহাম্মদকে তার মা শ্বাসরোধে হত্যা করেছে।’</p> <p>বাসাইল থানার ওসি জালাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘প্রাথমিকভাবে এটা হত্যা মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা হিরা আক্তারকে আটক করা হয়েছে। তিনি স্বীকার করেছেন, শিশুটিকে পানিতে পেলে দিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হিরা আক্তারের তৃতীয় স্বামী ইব্রাহীম মিয়া।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইউএনওকে পুনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/13/1734068103-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইউএনওকে পুনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/13/1457008" target="_blank"> </a></div> </div>