<p>ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মধ্যবাজারে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে অগ্নিকাণ্ডে দুইটি জুয়েলারি দোকানসহ কমপক্ষে ১০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।</p> <p>স্থানীয়রা জানান, আগুনের শিখা উপরে উঠছে এমন খবরে চারদিকের মানুষ চিৎকার করে ছুটে আসেন। বিদ্যুতের জন্য কেউ তাৎক্ষণিক এগিয়ে যায়নি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের দুইটি জুয়েলারি, সার, মুদি দোকান, কীটনাশক, ওষুধ ও সারি বদ্ধ থাকা অন্যান্য দোকান ছাড়াও কয়েকটি গুদাম পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।</p> <p>শুক্রবার সকালে বাজারের কয়েকটি দোকানের মালামাল বস্তায় ভরে সরাতে দেখা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।</p>