<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বসুন্ধরা গ্রুপ যে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে, তা একেবারেই বাস্তব। বসুন্ধরা গ্রুপের সামাজিক ও মানবিক কার্যক্রমগুলো দেখে আমি অভিভূত। তাদের এত এত জনকল্যাণমূলক কাজ দেখে আমি খুব অবাক হয়েছি। ভালো কাজের পেছনে যাঁরা অর্থ ব্যয় করেন, তাঁদের আল্লাহ আরো বড় করে দেন। ভালো কাজের পাশে থাকতে পারাটাও ভাগ্যের ব্যাপার। এটা সবাই পারে না। আমাদের দেশের কিছু ক্ষুদ্রঋণ সংস্থা গ্রামের মানুষকে ঋণ দিয়ে তাদের মোটা সুদে কিস্তির টাকার জন্য পরে গলা চেপে ধরে। এই ক্ষুদ্রঋণের কশাঘাতে মানুষ জর্জরিত। অথচ বসুন্ধরা গ্রুপ বিনা সুদে মানুষকে ঋণ দিয়ে স্বাবলম্বী করে তুলছে। এত সব মানবিক কাজের জন্য আমি বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে প্রশিক্ষণসহ কুমিল্লার ২০০ নারীকে সেলাই মেশিন বিতরণই প্রমাণ করে দেয় অসচ্ছল ও অতিদরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহযোগিতা করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। জেনে খুশি হয়েছি, দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা শুভসংঘ স্কুল। এতে জাতির মেরুদণ্ড শক্ত হবে। বসুন্ধরা গ্রুপের দেওয়া শিক্ষাবৃত্তির কারণে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী নির্বিঘ্নে পড়াশোনা করছে। তাদের মানবকল্যাণমূলক প্রতিটি কাজই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের সহায়ক। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ জানাই।</span></span></span></span></span></p>