<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ার ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় চারমাথার গোলচত্বরে প্রধান চারটি আঞ্চলিক সড়ক এসে মিলেছে। সড়কগুলো দিয়ে প্রতিদিন চলাচল করে ট্রাক, বাসসহ শত শত যানবাহন। চারমাথা পারাপার হয় শিশু-নারীসহ হাজারো পথচারী। কিন্তু সড়ক পারাপারে নেই কোনো পদচারী সেতু। নেই ট্রাফিক পুলিশও। ফলে সেখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।</span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি চানদিয়াড় গ্রামের রহমত উল্লাহ (৬৬) নামের এক কৃষক এখানে সড়ক পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। এ ছাড়া একই স্থানে এক মাসে কমপক্ষে ১৮টি দুর্ঘটনা ঘটেছে।</span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্রে জানা যায়, হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় যুক্ত হয়েছে শেরপুর থেকে ধুনট, মথুরাপুর থেকে ধুনট-শেরপুর ও কাজিপুর থেকে শেরপুর-বগুড়া সড়ক। এই চারমাথার গোলচত্বর দিয়ে ২৪ ঘণ্টা গাড়ি চলাচল করে। এক মুহূর্তের জন্য গাড়ি না থামায় পথচারীদের রাস্তা পারাপারে হিমশিম খেতে হয়। বিশেষ করে বৃদ্ধ, নারী ও স্কুলগামী শিশু শিক্ষার্থীদের বেশি দুর্ভোগে পড়তে হয়। এসব কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই গোলচত্বরে পদচারী সেতু ও তোরণ নির্মাণের দাবি জানিয়ে আসছে।</span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধুনট সরকারি কলেজের শিক্ষার্থী মিলন রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই চৌরাস্তা হয়ে আমাকে প্রতিদিন কলেজে যেতে হয়। এই গোলচত্বরে একটি পদচারী সেতু ও তোরণ নির্মাণ করা হলে স্থানীয়রা দুর্ভোগ থেকে মুক্তি পাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান জানান, হুকুম আলী বাসস্ট্যান্ডে চারমাথার গোলচত্বরে পদচারী সেতু ও তোরণ নির্মাণের আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে জনগুরুত্বের কথা বিবেচনায় রেখে ভবিষ্যতে এ ধরনের প্রকল্প নেওয়ার বিষয়টি ভাবা হবে।</span></span></span></span></span></span></span></p>