<p style="text-align:justify">বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী ও অনাহারী মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে।</p> <p style="text-align:justify">শুক্রবার (১৩ ডিসেম্বর) গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম হলে গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">গোলাম পরওয়ার বলেন, সকল কারখানায় ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার দিতে হবে। এক সময় ট্রেড ইউনিয়ন ছিল স্কুল অব কম্যুনিজম। শ্রমিকদের বেতন-বৈষম্য দূর করতে হবে। রাসূল (সা.) শ্রমিকদের বেতনের স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছেন। তা হলো, মালিক যা খাবে, যা পরবে, সেই সমমানের খাওয়া-পরার ব্যবস্থা শ্রমিকদেরও করতে হবে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, পাশের দেশের সরকার ও সরকারি দলের নেতারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আমাদের অভিন্ন নদীসহ বিভিন্ন বিষয়ে তারা আমাদের অধিকারে হস্তক্ষেপ করছে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। </p> <p style="text-align:justify">পরওয়ার আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের আমরা বলছি, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো অপশক্তি ও আধিপত্যবাদীর চোখ রাঙানিকে আপনারা ভয় পাবেন না। সারা দেশের মুক্তিকামী মানুষ আপনাদের সঙ্গে আছে। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে।</p> <p style="text-align:justify">ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফারদিন হাসান হাসিবের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দিন প্রমুখ।</p>