<p>আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাংকায় স্থানীয় সময় শনিবার একটি শক্তিশালী ঝড়ের কারণে একটি স্পোর্টস ক্লাবের ছাদ ধসে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>শহরের মেয়রের কার্যালয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাহিয়া ব্লাংকাতে প্রবল বৃষ্টি ও বাতাসের কারণে একটি স্থাপনার ছাদ ধসে পড়ে। ওই সময় সেখানে একটি স্কেটিং প্রতিযোগিতা চলছিল।</p> <p>শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, দুর্ভাগ্যবশত জরুরি পরিষেবা বাহিয়েন্স ডেল নর্তে ক্লাবে ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় দমকলকর্মীরা কাজ করছেন।</p> <p>এএফপি বলেছে, শহরটিতে প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি বেগে বাতাস রেকর্ড করা হয়েছে। শহরের কিছু অংশ বিদ্যুৎবিচ্ছিন্নও হয়েছে।</p>