<p>পাঁচ দিন পর রাজধানী ঢাকা ও চট্টগ্রামে সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রডব্যান্ড সেবা চালু হয়, যা সাধারণ মানুষের কাছে ওয়াইফাই নামে পরিচিত। তবে মোবাইল ডাটা বন্ধ আছে।</p> <p>প্রয়োজনীয়তা সাপেক্ষে কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আজ (মঙ্গলবার) রাতের মধ্যে গুরুত্ব অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে ব্রড ব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। </p> <p>তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, গণমাধ্যম, জ্বালানি ও গ্যাস সরবরাহকারী অফিসগুলো এই ইন্টারনেট সেবার আওতাভুক্ত হবে। এরপর ধাপে ধাপে বাকি জায়গাগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। </p> <p>তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন পলক।</p> <p>গত বুধবার থেকে মোবাইল ইন্টারনেট এবং বৃহস্পতিবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল।</p>