<p>ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরের পাঁচজন ও ঢাকার বাইরের ১৪ জন রোগী। </p> <p>বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে আক্রান্তদের মধ্যে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।</p> <p>চলতি বছরে এ পর্যন্ত দুই হাজার ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে ৮০৮ জন নারী ও এক হাজার ২৯৫ পুরুষ। এ সময়ে আক্রান্তদের মধ্যে মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৩ জন নারী ও ১১ জন পুরুষ।</p> <p>স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, হাসপাতালে ভর্তি রোগীর ৩১.৮৪ শতাংশ ঢাকায় ও ঢাকার বাইরে ৬৮.১৬ শতাংশ। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, বরগুনা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায়। আক্রান্তদের ৩৭ শতাংশ নারী ও ৬৩ শতাংশ পুরুষ।</p> <p>গত শতাব্দীর ৬০ দশকে এই ভূখণ্ডে প্রথম ডেঙ্গু শনাক্ত হয়। সে সময় একে ‘ঢাকা ফিবার’ নাম দেওয়া হয়েছিল। ২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর। সে বছর আক্রান্ত হয় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।</p>