<p>পালক পিতা মারা যাবার পর থেকেই একের পর এক নতুন বিতর্কে নাম আসছে দেশের আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের। এবার ধর্ষণ মামলায় নাম ওঠল তার। বিয়ের আশ্বাসে ধর্ষণসহ মারধর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৪ মে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর আদালতে এ মামলা করেন এক নারী।</p> <p>মামলায় বাকি আসামিরা হলেন: হিরো আলমের বোন আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক, তার স্ত্রী জেরিন ও আহসান হাবাবী সেলিম নামে এক ব্যক্তি।  এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বগুড়ার পিবিআই পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক বাদীর জবানবন্দী গ্রহণ করে তদন্তের জন্য আদেশ দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সালমান শাহের যে অদেখা ছবি নতুন করে সামনে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/05/06/1746504269-75a450c671d053a7ebbb581dcdbb73ca.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সালমান শাহের যে অদেখা ছবি নতুন করে সামনে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/05/06/1513608" target="_blank"> </a></div> </div> <p>মামলার অভিযোগে বলা হয়, বাদীকে ছোট পর্দার নায়িকা বানানোর লোভ দেখায় হিরো আলম। এরপর হিরো আলম ওই নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। এছাড়াও শর্টফিল্ম তৈরির জন্য ওই নারীর কাছ থেকে হিরো আলম ১৫ লাখ টাকা ধার নেন। পরে বাদী হিরো আলমকে বিয়ের কাবিনের জন্য চাপ দিলে গত ২১ এপ্রিল ওই নারীকে হিরো আলম মারপিট করেন। এতে রক্তক্ষরণে ওই নারীর গর্ভপাত হয়।</p> <p>অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম জানান, তিনি ওই নারীকে চেনেন না। তাকে হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি এর সঠিক তদন্ত চান।</p>