<p style="text-align:justify">এক নারী পুলিশ সদস্যকে কামড় দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি কোয়ার্টার থেকে শেখ হাবিবাকে গ্রেপ্তার করে পুলিশ।</p> <p style="text-align:justify">পুলিশ জানায়, গত ২২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর বাজারে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবার সঙ্গে স্থানীয় থানার নারী পুলিশ সদস্য সান্ত্বনা মহন্ত ও সাথী রানী শীলের তর্ক-বিতর্ক হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় নারী পুলিশ সদস্য সান্ত্বনা মহন্ত মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবার কামড়ে আহত হয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তার দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার বিকেলে শেখ হাবিবাকে গ্রেপ্তার করে মোহনপুর পুলিশ।</p> <p style="text-align:justify">মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল বলেন, ‘থানার নারী পুলিশ সদস্যদের শেখ হাবিবা মারধর এবং কামড় দিয়ে আহত করেন। এ ঘটনায় নারী পুলিশ সদস্যের মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’</p>