<p>বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। সোমবার (৩ জুন) ভোরে নাইক্ষ্যংছড়ির গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দীন। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে।</p> <p>নিজাম উদ্দীনের মৃত্যুর বিষয়টি গর্জনিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কাশেম নিশ্চিত করেছেন।</p> <p>১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমেদ নোবেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চোরাকারবারিরা ইয়াবা পাচার করছে খবর পেয়ে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী টহল দল অভিযান পরিচালনা করে। এসময় নিজাম ডাকাতের নেতৃত্বে মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। এসময় মাদক কারবারিরা পেট্রোল বোমা নিক্ষেপ করে ৪টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা ফায়ার করতে বাধ্য হয়। এ সময় ৫০-৬০ রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট ও বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়।</p> <p>আর গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী টহল দলের ওপর নিজাম ডাকাত চোরাকারবারি সিন্ডিকেটের গুলিবর্ষণ ও বিজিবির মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছুড়ে। এসময় ইয়াবা ও বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়।’</p>