<p>ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের শিহর তেজের বাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার ৪ দিন পর বৃহস্পতিবার (২১ মার্চ) ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনাকবলিত অংশের প্রায় দেড় কিলোমিটার এলাকায় আপলাইনে ট্রেন চলবে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে। ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী ট্রেনগুলো গন্তব্যে পৌঁছবে নির্দিষ্ট সময়ের কিছু পরে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম মেনে চলতে হবে ট্রেনচালকদের। আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন।</p> <p>এ ব্যাপারে নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, বৃহস্পতিবার লাইন মেরামত কাজ সম্পূর্ণ হওয়ায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে, লাইনচ্যুতের ঘটনায় ক্ষতিগ্রস্ত আপলাইনে নতুন রেললাইন বসানোর কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপলাইনের ১০৮.৯ থেকে ১০৯.০ পর্যন্ত ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।</p> <p>গত ১৭ মার্চ (রবিবার) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হাসানপুর ও গুণবতী স্টেশনের মধ্যবর্তী নাঙ্গলকোটের শিহর গ্রামের তেজের বাজার সংলগ্ন এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে ১৮টি বগি আলাদা হয়ে ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় ট্রেনের বগি ছিটকে গিয়ে রেলপথ সংলগ্ন ২টি বসতঘরে পড়ে ঘরগুলো তছনছ হয়ে যায়। ওই রেল পথের তেজের বাজার এলাকার আপলাইনের ২০৮ নম্বর ব্রিজের কাঠের স্লিপার ভেঙে গিয়ে ইঞ্জিন থেকে বগিগুলো আলাদা হয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী শিপন ও প্রত্যক্ষদর্শীদের।</p> <p>দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপ লাইনের ৩০০ মিটার লাইন স্লিপার থেকে খুলে রেলপথ থেকে অন্তত ১০০মিটার দূরে গিয়ে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রীদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে স্থানীয়রা। বগি গুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ১৫ ঘণ্টার উদ্ধার অভিযানের পর ডাউন লাইন চালু করে রেল কর্তৃপক্ষ। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনা কবলিত আপলাইনের মেরামত শেষে লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করায় আপ ও ডাউন লাইনে ৪দিন পর বৃহস্পতিবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।</p>