<p>কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এরই মধ্যে ৪৩  দেশের ১৫৬৯ জন বিদেশি মেহমান এখন ইজতেমা ময়দানে অবস্থান করছেন। আরো আসছেন বলে জানা গেছে।</p> <p>আজ বৃহস্পতিবার রাত ৯টায় ইজতেমার বিদেশি খিত্তায় দায়িত্বরত একজন সরকারি কর্মকর্তা এই তথ্য জানান।</p> <p>প্রাপ্ত তথ্য মতে, বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত বিশ্বের  ৪৩টি দেশের ১৫৬৯ জন বিদেশী মেহমান ইজতেমায় উপস্থিত হয়েছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৪৮৮, উর্দু ৪৯৮, ইংলিশ ৫০৮, আরবের ৮৪ জন।</p> <p>৪৩টি দেশের মধ্যে ভারত পাকিস্তান, কুয়েত, সৌদিআরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরগিস্তান, সিঙ্গাপুর, ইতালি, জর্ডান ও যুক্তরাজ্য অন্যতম।</p> <p>এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা প্রশাসন। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ র‍্যাবসহ সব বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা খাওয়া যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।</p> <p>বিদেশি খিত্তার সামনে স্থাপন করা গাজীপুর মহানগর পুলিশের উপ-নিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’</p>