<p><strong>অষ্টম অধ্যায়</strong></p> <p><strong>টিস্যু ও টিস্যুতন্ত্র </strong></p> <p><strong>বহু নির্বাচনী প্রশ্ন</strong></p> <p>১। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? অথবা কাজ অনুসারে ভাজক টিস্যুর প্রকার হলো—</p> <p>ক) ২   খ) ৩</p> <p>গ) ৪   ঘ) ৫</p> <p>২। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হলো—</p> <p>i. কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন    ii. কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় iii. কোষগহবর অপেক্ষাকৃত বড়</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii খ) ii ও iii</p> <p>গ) i ও iii ঘ) i, ii ও iii</p> <p>৩। প্লেট ভাজক টিস্যুর উদাহরণ—</p> <p>ক) পাতা   খ) কাণ্ডের মজ্জা</p> <p>গ) কর্টেক্স ঘ) রেণুথলি</p> <p>৪। নিচের কোনটি জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতেই বিদ্যমান?</p> <p>ক) ট্রাকিড খ) ভেসেল</p> <p>গ) সিভনল ঘ) ফাইবার</p> <p>৫। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?</p> <p>ক) কোষগুলো ঘন সন্নিবেশিত</p> <p>খ) আন্ত কোষীয় ফাঁক নেই   </p> <p>গ) কোষপ্রাচীর সেলুলেজ নির্মিত</p> <p>ঘ) কোষগুলো পরিণত</p> <p>৬। কোনটিতে হাইডোথোড থাকতে পারে?</p> <p>ক) পাতা   খ) ফুল</p> <p>গ) মূল ঘ) কাণ্ড</p> <p><img alt="এইচএসসি প্রস্তুতি : জীববিজ্ঞান প্রথম পত্র" height="111" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/21-01-2024/Slp/kk-NEW-2A.jpg" width="259" /></p> <p>৭। চিত্রে ‘P’ চিহ্নিত অংশটির সাথে নিচের কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া জড়িত?</p> <p>ক) শ্বসন  </p> <p>খ) প্রস্বেদন</p> <p>গ) সালোকসংশ্লেষণ</p> <p>ঘ) ওপরের সবগুলো</p> <p><img alt="এইচএসসি প্রস্তুতি : জীববিজ্ঞান প্রথম পত্র" height="111" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/21-01-2024/Slp/kk-NEW-2AA.jpg" width="259" /></p> <p>৮। উদ্দীপকে প্রদর্শিত ভাস্কুলার বান্ডলটি হলো—</p> <p>ক) অরীয়</p> <p>খ) সংযুক্ত সমদ্বিপার্শ্বীয়</p> <p>গ) সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত</p> <p>ঘ) সংযুক্ত সমপার্শ্বীয় বন্ধ</p> <p>৯। হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কোন উদ্ভিদে পাওয়া যায়?</p> <p>ক) Pteris খ) Dracaena</p> <p>গ) Gnetum     ঘ) Yucca</p> <p>১০। ড্রাসিনা উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার বান্ডল বিদ্যমান?</p> <p>ক) সমপার্শ্বীয়   </p> <p>খ) সমদ্বিপার্শ্বীয়</p> <p>গ) জাইলেমকেন্দ্রিক</p> <p>ঘ) ফ্লোয়েমকেন্দ্রিক</p> <p>১১। উদ্ভিদের মূলের কোন অংশে ক্যাসপেরিয়ান স্টিপ থাকে?</p> <p>ক) অন্তঃত্বকে    খ) বহিঃত্বকে</p> <p>গ) অধঃত্বকে    ঘ) পরিচক্রে</p> <p>নিচের চিত্রের আলোকে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :</p> <p><img alt="এইচএসসি প্রস্তুতি : জীববিজ্ঞান প্রথম পত্র" height="111" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/21-01-2024/Slp/kk-NEW-2AAA.jpg" width="259" /></p> <p>১২। উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?</p> <p>ক) সমপার্শ্বীয় মুক্ত খ) সমদ্বিপার্শ্বীয়</p> <p>গ) অরীয়  ঘ) হ্যালোসেট্রিক</p> <p>১৩। উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়—</p> <p>i. লাউ        </p> <p>ii. কুমড়া    </p> <p>iii. ড্রাসিনা</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii খ) i ও iii</p> <p>গ) ii ও iii ঘ) i, ii ও iii</p> <p>নিচের চিত্রের আলোকে ১৪ থেকে ১৬ নং প্রশ্নের উত্তর দাও :</p> <p><img alt="এইচএসসি প্রস্তুতি : জীববিজ্ঞান প্রথম পত্র" height="111" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/21-01-2024/Slp/kk-NEW-2AAAA.jpg" width="259" /></p> <p>১৪। উদ্দীপকের চিত্র ‘M’-এ কোন ধরনে ভাস্কুলার বান্ডল দেখানো হয়েছে?</p> <p>ক) অরীয় খ) সমদ্বিপার্শ্বীয়   গ) সমপার্শ্বীয় ঘ) কেন্দ্রিক</p> <p>১৫। উদ্দীপকের চিত্র ‘M’ এর ‘P’ চিহ্নিত অংশের নাম কী?</p> <p>ক) মজ্জা   খ) জাইলেম</p> <p>গ) ফ্লোয়েম     ঘ) ক্যাম্বিয়াম</p> <p>১৬। উদ্দীপকের চিত্র ‘M’ এর ‘Q’ চিহ্নিত অংশের ক্ষেত্রে প্রযোজ্য—</p> <p>i. ট্রাকিড বিদ্যমান</p> <p>ii. পানি ও খনিজ লবণ পরিবহন করে</p> <p>iii. খাদ্য পরিবহন করে</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii খ) ii ও iii         গ) i ও iii ঘ) i, ii ও iii</p> <p><img alt="এইচএসসি প্রস্তুতি : জীববিজ্ঞান প্রথম পত্র" height="111" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/21-01-2024/Slp/kk-NEW-2AAAAA.jpg" width="259" /></p> <p>১৭। ‘A’ চিত্রের বৈশিষ্ট্য হলো—</p> <p>i. ভাস্কুলার বান্ডল অরীয়</p> <p>ii. জাইলেম এক্সার্ক    </p> <p>iii. জাইলেম এন্ডার্ক</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii খ) i ও iii</p> <p>গ) ii ও iii ঘ) i, ii ও iii</p> <p>১৮। ভাস্কুলার বান্ডলের সংখ্যা ৬-এর অধিক নিচের কোন উদ্ভিদের মূলে দেখা যায়—</p> <p>i. কচু       ii. ভুট্টা       iii. কলাবতী</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii খ) i ও iii</p> <p>গ) ii ও iii     ঘ) i, ii ও iii</p> <p>১৯। দ্বিবীজপত্রী উদ্ভদের মূলের ভাস্কুলার বান্ডলের সংখ্যা সাধারণত—</p> <p>ক) ২-৪টি</p> <p>খ) ৪-এর কম</p> <p>গ) ৬-এর অধিক</p> <p>ঘ) ৪-৬টি</p> <p> </p> <p><strong>উত্তর : </strong>১. খ ২. ক ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. ক।</p>