<p>ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে উত্তর ফ্রান্সের উপকূলে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে চার অভিবাসী নিহত হয়েছে। তাদের সবাই অনিয়মিত উপায়ে ছোট নৌকায় ইংল্যান্ডে পৌঁছনোর চেষ্টা করছিল। চ্যানেল ও উত্তর সাগর সংশ্লিষ্ট ফরাসি প্রশাসন শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। </p> <p>ফরাসি জরুরি পরিষেবা দ্রুত পদক্ষেপ নেওয়ার পরও অভিবাসীদের বহনকারী নৌকাটি উল্টে যায়। আর অভিবাসীরা পানিতে পড়ে যায়। এদের মধ্যে ৬৩ জনকে জীবিত উদ্ধার করে উপকূলে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ সক্ষম হয়েছে। </p> <p>কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ভোর ৪টায় অভিবাসীদের বহনকারী নৌকাটি অসুবিধায় পড়ে। ওই সময় ফরাসি কর্তৃপক্ষের উদ্ধার জাহাজ মাংক এবং একটি মাছ ধরার নৌকা ঘটনাস্থল তথা বুলন-সুর-মের উপকূলের কাছাকাছি ছিল। উদ্ধার জাহাজের কর্মীদের ঝুঁকিতে পড়া অভিবাসীদের উদ্ধার করতে এক ঘণ্টা সময় লেগেছিল। অভিবাসীদের অনেকেই নৌকা থেকে পানিতে পড়ে গিয়েছিল।</p> <p>নিহত অভিবাসীদের দেহগুলো ফরাসি কর্তৃপক্ষের একটি নজরদারি হেলিকপ্টার শনাক্ত করেছিল। চারটি মৃতদেহের মধ্যে তিনটি পানিতে ভেসে গিয়েছিল এবং চতুর্থটি নৌকার ধ্বংসাবশেষের সঙ্গে আটকে ছিল। ফরাসি কর্তৃপক্ষের একটি টহল বোট পরবর্তীতে সব মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পাঠানো একটি মেডিক্যাল টিম পরবর্তীতে তাদের মৃত ঘোষণা করে।</p> <p>বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, নৌকাডুবিতে বেঁচে যাওয়া লোকদের উত্তর ফ্রান্সের বুলন-সুর-মের বন্দর উপকূলে নিয়ে যাওয়া হয়েছিল। </p> <p>এ নিয়ে বছরের শুরু থেকে ফরাসি উপকূল থেকে অনিয়মিত উপায়ে যুক্তরাজ্যে পৌঁছনোর চেষ্টা করে এ পর্যন্ত ১৯ জন প্রাণ হারাল। সম্প্রতি প্রকাশিত ব্রিটিশ কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি অনিয়মিত অভিবাসী ফরাসি উপকূল থেকে ব্রিটেনে পৌঁছেছে।</p> <p>সূত্র : ইনফোমাইগ্রেন্টস</p>