<p>টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে একটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। ২০১৯ সালের সেই জয়টি বাংলাদেশ পেয়েছে দিল্লিতে। আজ সেই মাঠেই আরেকটি জয়ের লক্ষ্যে নামবেন নাজমুল হোসেন শান্তরা।</p> <p>সংক্ষিপ্ত সংস্করণে প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় জয় পাবে কি না, তা সময় হলে জানা যাবে। তবে ম্যাচ খেলতে নামার আগে একটা জায়গায় জিতেছেন শান্ত। আর তা হচ্ছে টস। ভাগ্যের এই খেলায় জিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।</p> <p>সিরিজের প্রথমটিতে হেরে যাওয়া বাংলাদেশের লক্ষ্য আজ সমতায় ফেরা। সঙ্গে মাহমুদ উল্লাহ রিয়াদকে বিদায়ি সংবর্ধনা দেওয়ার উপলক্ষ্য পাচ্ছে বাংলাদেশ। এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। তাই সতীর্থকে সিরিজ জয়ে বিদায় দিতে চাইলে আজ ম্যাচ জিততেই হবে লিটন দাস-মোস্তাফিজুর রহমানদের।</p> <p>একাদশে আজ এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি পেসার শরীফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে স্বাগতিক ভারত।  </p> <p><strong>বাংলাদেশ একাদশ-</strong></p> <p>পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।</p> <p><strong>ভারতের একাদশ-</strong></p> <p>অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিংকু সিংহ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব, আর্শদ্বীপ সিং।</p>