দেশের রাজনৈতিক পটপরিবর্তনের হাওয়া ক্লাব সূত্রে ফুটবল হয়ে ছুঁয়েছে ক্রিকেটকেও। ঢাকার বেশির ভাগ ক্লাবের হোমরাচোমরারা অন্তরালে চলে গেছেন। তাতে দেখা দিয়েছে অর্থসংকট। পেশাদার ফুটবল লিগের দলবদল দেখা ক্রিকেটাররা তাই ধরেই নিয়েছেন, এবারের ঢাকা লিগে অর্থযোগ আগের মতো হবে না।