<p>মাঠের পারফরম্যান্স যেমন পড়তির দিকে, তেমনি মাঠের বাইরের ঘটনায়ও আলোচনার জন্ম দিচ্ছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে বিশ্বকাপের মধ্যে সময়টা একেবারে ভালো যাচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের। দলের অভিজ্ঞ সেনানী হয়ে দুই ম্যাচে ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য সাকিব। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে করেন ১১ রান।</p> <p>সাকিবের এমন পড়তি ফর্ম আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার খোরাক হয়েছে। তবে এসব নিয়ে একেবারে ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন।</p> <p>আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ সাংবাদিক বৈঠকে নাজমুল বলেন, ‘চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং বলেন, বোলিং বলেন সবকিছুতেই কমফোর্টেবল আছে। শুধু একট-দুইটা ইনিংস, এই ফরম্যাটে একটা-দুইটা ইনিংস খারাপ হতেই পারে। এটা নিয়ে অধিনায়ক হিসেবে আমি কোন বাড়তি চাপ অনুভব করছি না। আমি নিজেও জানি সে নিজেও ওইরকম চাপ অনুভব করছে না। কারণ অনেক অভিজ্ঞ এবং খুব ভালোভাবেই কামব্যাক করবে।’</p> <p>সাকিব এখন সুবিধাজনক অবস্থানেই আছেন বলে মনে করে নাজমুল, ‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফরম্যান্স করেছেন। মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ। তিনি কঠোর পরিশ্রম করছেন। আমি বলব না তিনি কামব্যাক করবেন, তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করব কাল আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন।’</p> <p>শুধু সাকিবই নয়, বিশ্বকাপের দুটো ম্যাচ চলে গেলেও ব্যাটিং বিভাগের পুরোনো দৈন্যতা এখনো কাটেনি বাংলাদেশের। টপ অর্ডারে রান খরা, থিতু হয়েও ইনিংস বড় করতে না পারার ব্যর্থতার সুরাহা হচ্ছে না।</p> <p>এনিয়ে নাজমুল বলেন, ‘আমি কখনই আশা করি না ৭ জন ব্যাটারই ভালো খেলবে। আমি চাই যে ব্যাটারটা থিতু হচ্ছে সেটা টপ অর্ডারে হতে পারে, মিডল অর্ডারে হতে পারে ও যেন খেলাটা শেষ করে আসে। অবশ্যই ওপর থেকে ভালো হলে ভালো। আমি চাই যে সে ব্যাটার সেট হচ্ছে সে যেন খেলাটা শেষ করে।’</p> <p>দুই ম্যাচে এক জয় আর এক হারে দুই পয়েন্ট অর্জন করা বাংলাদেশ দল ভালোকে অবস্থানেই দেখছেন অধিনায়ক, ‘এখন পর্যন্ত আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। এই মুহূর্তে আমাদের যে দলটা আছে সেটা নিয়ে আমরা বেশ আত্মবিশ্বাসী। আমরা যদি আমাদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে পারি তাহলে আমাদের সুপার এইটে যাওয়া উচিত।’</p>