<p>বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নাটোরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৫ জুন) সকালে জেলা শহরের স্টেশন বস্তি এলাকায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্বপ্নকলি স্কুলের ১৩৫ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখা।</p> <p>শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।</p> <p>এ সময় উপস্থিত বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাসসহ আসলাম আলী সরদারসহ মোছা. রাশেদা খাতুন, মো. চাঁদ খামারু, মোছা. বর্ষা খাতুন, মোছা. ফাতেমা খাতুন, মোছা. আরবী খাতুন, সানজিলা রহমান তটিনী, মুহছানিন ইসলাম মোহন প্রমুখ।</p> <p>এ সময় আয়োজকরা জানান, নগরায়ন ও অপরিকল্পিত উন্নয়ন আর যন্ত্র-প্রযুক্তির মোহে অযাচিতভাবে বৃক্ষনিধন করা হচ্ছে। উজাড় হচ্ছে বন। ফলে দেখা দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে উষ্ণায়ন আর মানবসভ্যতা পড়ছে হুমকির মুখে। দেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো সামাজিক আন্দোলন ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। শুধু জাতীয় বৃক্ষরোপণ অভিযান বা বৃক্ষমেলার সময় নয়, নিজ নিজ উদ্যোগে প্রত্যেক সচেতন মানুষকে সময়-সুযোগ বুঝে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।</p>