<p>জাতীয় শোক দিবসে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার হন আবদুল কুদ্দুস মাখন। তার গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা এলাকায়।</p> <p>গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে রাতে খবর ছড়িয়ে পড়ে হেনস্তার শিকার ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে তার মৃত্যুর খবরটি গুজব।</p> <p>আজ শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আব্দুল কুদ্দুস। তিনি বলেন, আমি জীবিত আছি, ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।</p> <p>আব্দুল কুদ্দুস গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি বঙ্গবন্ধুর একজন সৈনিক। আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনে তার কোনো পদবি নেই।</p> <p>বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই তিনি ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর স্মৃতির লালন করি। আমাকে যারা গতকাল লাঞ্ছিত করেছে আল্লাহ সবার সঠিক বিচার করবেন।</p> <p> </p>