<p>মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় কিছুদিন ধরেই দেশে বৃষ্টিপাত কম থাকছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, অন্তত শুক্রবার পর্যন্ত সারা দেশে কম বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী রবিবার থেকে আবার মৌসুমি বায়ু সক্রিয় হয়ে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।</p> <p>আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, আরো অন্তত দুই-তিন দিন বৃষ্টি কম থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে। রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে অনেকটাই কম থাকতে পারে। আগামী ১১ আগস্ট (রবিবার) থেকে আবার মৌসুমি বায়ু সক্রিয় হয়ে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। </p> <p>এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। </p> <p>আগামী দুই দিনও (বৃহস্পতি ও শুক্রবার) সারা দেশে বৃষ্টিপাত কমবেশি একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। </p> <p>আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ১০৭ মিলিমিটার। এ ছাড়া নোয়াখালীর হাতিয়ায় ৩১ মিলিমিটার, গোপালগঞ্জে ২৯ মিলিমিটার ও বরিশালে ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। </p>