kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

আদাবরে শিশু হত্যা : মহিলা পরিষদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   

৪ জুলাই, ২০২০ ২০:০০ | পড়া যাবে ২ মিনিটেআদাবরে শিশু হত্যা : মহিলা পরিষদের ক্ষোভ

রাজধানীর উত্তর আদাবরে দুর্বৃত্ত কর্তৃক চার মাস বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপিত ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘শিশুকে নৃশংস হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তকরণপূর্বক দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। ঘটনার শিকার শিশুর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সরকারের নিকট অনুরোধ জানাচ্ছে।

এ সময় শিশুকে নৃশংস, বর্বর হত্যাকাণ্ডের ঘটনা প্রতিরোধে সকল সামাজিক শক্তিকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, উত্তর আদাবরের ৩৮/১০ নম্বর এলাকায় অবস্থিত একটি বস্তিতে গতকাল শুক্রবার দুপুরে শিশুটির মা দুপুরে শিশুটিকে ঘুম পাড়িয়ে রেখে তিনি রান্না করতে যান। একই রান্না করে ২০-২৫টি পরিবারের রান্না করায় কিছুটা সময় লাগার পর রান্না শেষে শিশুটির মা ঘরে ফিরে এসে চার মাস বয়সের ওই সন্তানের গলা কাটা লাশ দেখতে পান।

মন্তব্যসাতদিনের সেরা