<p>চট্টগ্রামে ১০০ সেলসম্যান বা ক্যাশিয়ার নিয়োগ দেবে সুপারশপ মীনা বাজার। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ ৯ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর ২০২৩। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত বেতনের পাশাপাশি বোনা, জীবন বীমা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।</p> <ul> <li>মাসিক বেতন ও সুযোগ-সুবিধা: ৮,০০০-১০,০০০ টাকা। প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বীমা, উত্তম কর্ম পরিবেশ।</li> <li>অন্যান্য যোগ্যতা: ভালো আচরণ, খুচরা বিক্রয়, বিক্রয় লক্ষ্য, গ্রাহক পরিষেবা বিষয়ে দক্ষতা থাকতে হবে।</li> <li>অভিজ্ঞতা: ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে।</li> <li>প্রার্থীর ধরন: নারী কিংবা পুরুষ।</li> <li>বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর।</li> <li>কর্মসময়: দিনে ৯ ঘণ্টা (রোস্টার ডিউটি)।</li> <li>ছুটি: সপ্তাহে ১ দিন (রোস্টার অনুযায়ী)।</li> <li>কর্মস্থল: চট্টগ্রাম (অক্সিজেন/লালখান/কল্পলোক)।</li> </ul> <p>আবেদনের শেষ তারিখ: ৯ ডিসেম্বর ২০২৩।</p> <p>আবেদনের লিংক ও বিস্তারিত : <a href="https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1198728&fcatId=-1&ln=2" target="_blank">https://jobs.bdjobs.com</a></p>