kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

চাঁদপুরে মৃত্যু ও সংক্রমণ কমেছে

চাঁদপুর প্রতিনিধি    

১৩ আগস্ট, ২০২১ ০৯:০৪ | পড়া যাবে ২ মিনিটেচাঁদপুরে মৃত্যু ও সংক্রমণ কমেছে

চাঁদপুরে করোনায় আরো ‌আটজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।

আটজনের তিনজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং বাকি পাঁচজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ শুক্রবার সকালে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এসব তথ্য জানিয়েছেন।

ডা. সুজাউদ্দৌলা বলেন, যাঁরা মারা গেছেন, তাঁরা আগে থেকেই নানা রোগে আক্রান্ত ছিলেন। ফলে তাঁদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁরা।

তবে এমন পরিস্থিতিতে চাঁদপুরে সংক্রমণ এবং মৃত্যুর হার কিছুটা কমেছে বলে স্বস্তির খবর জানান, জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬০২ জনের নমুনা পরীক্ষায় ১৬৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এতে সংক্রমণের হার ২৭.২৪ শতাংশ। যা গত কয়েক দিনের পরিসংখ্যানে ইতিবাচক দিকে মোড় নিচ্ছে।

এদিকে চাঁদপুরে সব মিলিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন প্রায় ১৩ হাজার। আর করোনায় মারা গেছেন ২১৫ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে আরো প্রায় সাড়ে ৫০০।

জেলায় এ পর্যন্ত ৫০ হাজার পাঁচজনের নমুনায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৭০ জন।সাতদিনের সেরা