<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও চলমান বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধারকৃত আহত ও অসুস্থ মানুষদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান। হাসপাতাল পরিদর্শনকালে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (২৭ আগস্ট) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। বিশেষ করে তিনি বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধারকৃত গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঠিক সেবা প্রদানের জন্য অনুরোধ করেন।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, এসব গর্ভবতী মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের অত্যন্ত সাহসী অভিযানের মাধ্যমে বন্যাকবলিত এলাকা হতে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়।</p> <p style="text-align:justify">এ সময় বাফওয়া কেন্দ্রীয় কমিটির সম্পাদিকাসহ বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>