<p style="text-align: justify;">আবার বইতে শুরু করেছে হিমেল বাতাস। কুয়াশাঘেরা সকাল আর বিকেলের কোমল আলো আমাদের মনে করিয়ে দিচ্ছে বছর ঘুরে আবার চলে এসেছে শীতকাল। এখন সময় ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠা আর খেজুরের রস খাওয়ার। বেশিরভাগ স্কুলেরই বছর সমাপনী পরীক্ষা শেষ হয়েছে, আগামী বছর নতুন ক্লাস শুরু হবে। আর মাঝের শীতের এই সময়টায় থাকছে–ছুটি! </p> <p style="text-align: justify;">এই ছুটিতে কে কী করবো নিশ্চয় অনেকের পরিকল্পনা করা হয়ে গেছে। আমরা একটি উইশলিস্ট (তালিকা) তৈরি করব; ছুটি শেষে এসে মিলিয়ে দেখব, আমাদের সবগুলো ইচ্ছা পূরণ হলো কি না! </p> <p style="text-align: justify;"><strong>নতুন কোনো জায়গা ভ্রমণ</strong><br /> নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার মানেই হলো নতুন পরিবেশের সাথে পরিচিত হওয়া, নতুন মানুষের সাথে কথা বলা। এতে করে একদিকে আমাদের শরীর ও মন সুস্থ-সবল থাকবে। অন্যদিকে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার এই মানসিকতা আমাদের পরবর্তী জীবনেও কাজে লাগবে। আমাদের সামনে নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে।</p> <p style="text-align: justify;"><strong>নতুন কোনো বিষয় নিয়ে অন্বেষণ </strong><br /> শীতের এই সময়টাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে অন্বেষণ করতে পারি। এটা হতে পারে নতুন কোনো ধরনের ক্র্যাফটের কাজ শেখা, বা অরিগামি সম্পর্কে খোঁজখবর করা; অথবা প্লাস্টিক বা এরকম পণ্য রিসাইকেল করা। মানে কোনো একটা হাতের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা। এতে করে নতুন কোনো বিষয় শেখার প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে, আর এই আগ্রহ আমাদের পরে নতুন কিছু শিখতে কাজে লাগবে। </p> <p style="text-align: justify;"><strong>দক্ষতা বিকাশ</strong><br /> ছুটি নতুন কোনো দক্ষতা রপ্ত করার উপযুক্ত সময়। যেসব ছেলেমেয়ের দীর্ঘসময় ট্যাব, ল্যাপটপ বা কম্পিউটারের মতো ডিভাইসের সামনে বসে থাকার অভ্যাস আছে, তারা খুব সহজেই ইলাস্ট্রেটর, ফটোশপের মতো এডিটিং টুল শিখে নিতে পারে। ইদানীং শিক্ষার্থীদের মাঝে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট শেখার মতো বিষয়গুলো খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে ফ্রেঞ্চ বা জার্মানের মতো নতুন কোনো ভাষা শেখার প্রতি মনোযোগী হতে পারে। মানে এই ছুটিকে কাজে লাগিয়ে এমন নতুন কিছু শিখে নেওয়া, যা একদিকে তার সময়কে পুরোপুরি সৃজনশীলভাবে কাজে লাগাবে; আবার অন্যদিকে বিষয়টি তার ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে। </p> <p style="text-align: justify;"><strong>স্বেচ্ছাশ্রম </strong><br /> শীতের এই দীর্ঘ ছুটিকে কাজে লাগিয়ে কোনো সামাজিক বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে স্বেচ্ছাশ্রম দেওয়া যেতে পারে। এ ধরনের কাজের কিছু বিশেষ সুবিধা রয়েছে। যেমন বলা যায়- এতে করে সমাজের বিভিন্ন স্তরের নানান ধরনের মানুষের সাথে কথা বলার সুযোগ পাওয়া যায়। ফলে নিজের নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। নিজে কথা বলা ও অন্যের কথা শোনার মধ্য দিয়ে যে বিবেচনাবোধ তৈরি হয়, পরবর্তী সারা জীবন তা কাজে লাগবে।<br />  <br /> <strong>আগামী দিনের জন্য প্রস্তুতি </strong><br /> আর সবচেয়ে জরুরি হলো, আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করে তোলা। নতুন বছর নতুন করে আবার সবকিছু শুরু হবে এমন মানসিকতা ধারণ করে শেখা শুরু করা। সম্ভব হলে নতুন ক্লাসের বইগুলো একটু নেড়েচেড়ে দেখা, এর সাথে নিজের সংযোগ বৃদ্ধি করা। নতুন কিছু শিখে থাকলে তা নিয়মিত চর্চার মধ্যে রাখতে হবে।</p> <p style="text-align: justify;">এই শীতে সব শিক্ষার্থীই নিজের মতো করে ছুটি কাটাবে। তবে, কে কীভাবে ছুটি কাটাচ্ছে, নিজেকে কীভাবে গড়ে তুলছে তার ওপরই নির্ভর করবে সে অন্যদের চেয়ে কতোটা আলাদা, কতোটা অনন্য। মূল বিষয়টি হচ্ছে, নতুন কিছু শেখার আগ্রহকে জীবনে ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে। শীতের এই ছুটি সবার মাঝে আনন্দময় স্মৃতি তৈরি করুক– এই প্রত্যাশা রইল।   </p> <p style="text-align: justify;">লেখক : কুমকুম হাবিবা জাহান, হেড অব জুনিয়র স্কুল, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল</p>