<p>ইতিমধ্যেই উত্তরের হাওয়া টের পাওয়া যাচ্ছে। কুয়াশারও দেখা মিলছে বেশ ভালোভাবেই। শীত আসছে। লেপ, কম্বল নামানোর সময় যেমন এসেছে তেমনি এসির সুইচটাও বন্ধ রাখার সময় এসেছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত সচরাচর এসি ছাড়া হয় না। যেহেতু দীর্ঘ সময় ধরে ইলেক্ট্রিক এ যন্ত্রটি বন্ধ থাকবে তাই বেশ ভালোভাবে না রাখা হলে নষ্টও হয়ে যেতে পারে। জেনে নিন শীতকালে এসির সুরক্ষার জন্য কি করতে পারেন- <br /> •    দীর্ঘদিন বন্ধ রাখার পূর্বে এসির এয়ার ফিল্টারটি পরিষ্কার করে প্লাস্টিক এ মুড়িয়ে রাখুন। <br /> •    আউটডোর ইউনিট পরিষ্কার করে রাখুন।<br /> •    এসির বাহিরের ইউনিটের আশেপাশে ময়লা-আবর্জনা বা ঘাস-লতাপাতা জমে থাকলে পরিষ্কার করে নিন।<br /> •    এসির ভেতরের নেট খুলে ময়লা আর্বজনা পরিষ্কার রাখতে হবে এবং অতিরিক্ত ধূলাবালি যাতে না জমে সেই দিকে খেয়াল রাখতে হবে।<br /> •    অনেকদিন একটানা বন্ধ থাকার ফলে এসির নানান পার্টস সমস্যাযুক্ত হতে পারে তাই শীতকাল শেষে পুনরায় এসি চালু করার আগে অবশ্যই যেগুলো ভালোভাবে চেক করে নিতে হবে। সম্ভব হলে সার্ভিসিং শেষে ব্যবহার করবেন। <br /> •    ব্যবহার না হলে এসির বৈদ্যুতিক সংযোগ, ফিল্টার নিয়মিত পরীক্ষা করুন।<br /> •    এসির তার যদি গলে যায় কিংবা তারের কোন অংশ কালো হয়ে যায় তাহলে টেকনিশিয়ানকে দেখান।<br /> •    গরমকালে পুনরায় এসি চালু করার আগে একজন দক্ষ টেকনিশিয়ান দেখিয়ে সার্ভিসিং করে নিতে হবে।</p>