<p>দেশের আর্থ-সামাজিক অবস্থা নিরূপণের জন্য মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে দেশব্যাপী শুরু হয়েছে চতুর্থ অর্থনৈতিক শুমারি। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে শুমারির তথ্য সংগ্রহের কাজ। কুমিল্লার লালমাই উপজেলায় শুমারির তথ্য সংগ্রহে কাজ করছেন ৮৮ জন। সুপারভাইজারের দায়িত্বে রয়েছেন ১৮ জন। আর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের আইটি সহায়তা দিতে তিনটি জোনালে ৩ জন আইটি এক্সপার্ট নিয়োগ দেওয়া হয়েছে।</p> <p>এসব নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে লালমাই উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্তকারী সাইফুর রহমান ও জুনিয়র পরিসংখ্যান সহকারী বাহার উদ্দিনের বিরুদ্ধে। তারা অনিয়মের আশ্রয় নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লালমাই উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম রনিকে ২নং জোনালের আইটি এক্সপার্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। জুনিয়র পরিসংখ্যান সহকারী বাহার উদ্দিন অতিরিক্ত আর্থিক সুবিধা পেতে নিজের স্ত্রী মারজাহান আক্তারকে সুপারভাইজার হিসেবে নিয়োগ দেখিয়ে নিজেই স্ত্রীর পক্ষে দেখভাল করছেন।</p> <p>পরিসংখ্যান অফিস কর্তৃক সাংবাদিকদের কাছে সরবরাহকৃত তালিকায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে এমন কয়েকজনের নাম-মোবাইল নম্বর রয়েছে, যারা অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ নেননি এবং দায়িত্ব পালনও করছেন না। অথচ পরিসংখ্যান অফিস অনৈতিক সুবিধার আশায় তালিকায় এসব নাম মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করে রেখেছেন।</p> <p>তালিকায় তথ্য সংগ্রহকারী হিসেবে নাম ও মোবাইল নম্বর থাকা নাজমুল হাসান নামের একজন তথ্য সংগ্রহকারীকে কল করলে মোস্তাফিজুর রহমান নামের একজন কল রিসিভ করেন। তিনি নিজের বাড়ি মেহেরপুর জেলায় বলে দাবি করেন। তিনি বলেন, আমি লালমাইয়ে শুমারির দায়িত্বে নেই।</p> <p>তালিকায় সুপারভাইজার হিসেবে নাম ও মোবাইল নম্বর থাকা সরকারি কর্মকর্তা কাইয়ুম কালের কণ্ঠকে বলেন, তালিকায় নাম থাকলেও আমি অর্থনৈতিক শুমারির দায়িত্বে নেই। আমি প্রশিক্ষণ গ্রহণ করিনি। আমাকে না জানিয়েই আমার নাম ও মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করা হয়েছে।</p> <p>লালমাই উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও ভুলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নুরুল ইসলাম রনি বলেন, তথ্য সংগ্রহকারী হিসেবে নয়, আমি আইটি এক্সপার্ট হিসেবে দায়িত্ব পেয়েছি। এর আগে আমি জেলা পর্যায়ে ৩ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছি। উপজেলার তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দিয়েছি। ট্যাব গ্রহণ করে দায়িত্ব পালন শুরু করেছি। হঠাৎ করে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠায় আমাকে বাদ দেবে শুনতেছি।</p> <p>অভিযোগের বিষয়ে জানতে লালমাই উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী বাহার উদ্দিনকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।</p> <p>লালমাই উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্তকারী সাইফুর রহমান বলেন, কোনো সন্ত্রাসী নিয়োগ পেয়ে থাকলে সংশোধন করে নতুনদের নিয়োগ দেওয়া হবে। এই পর্যন্ত দুইবার তালিকা সংশোধন করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকে আপডেট তালিকার সদস্যরা তথ্য সংগ্রহে কাজ করবেন।</p>