<p>দেশের জনপ্রিয় গীতিকবি-সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। পুরো ক্যারিয়ারে উনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। দুই দশকের বেশি সময় ধরে বাংলা গানের জগৎকে সমৃদ্ধ করে রেখেছেন প্রিন্স মাহমুদ। ‘দ্য ব্লজ’ ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট হিসেবে কাজ শুরু করেন প্রিন্স মাহমুদ। এরপর আর ফিরে তাকাতে হয়নি।</p> <p>আজ এই তারকার জন্মদিন। তবে দেশে কোটা সংস্কার আন্দোলনের কারণে খারাপ সময় পার করছেন। গতকাল সংঘর্ষে ছয়জন মৃত্যুবরণ করেছেন। স্বাভাবিকভাবেই দেশের সব শ্রেণি-পেশার মানুষ খারাপ সময় পার করছে। এই সময়ের জন্মদিন পালনে ব্রিবত এই সংগীত তারকা।</p> <p>তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এই সময় জন্মদিনটিন পালনের নয়। লজ্জাহীন, বেহায়ার মতো হাস্যরস ছবি দেওয়ারও সময় নয়।’</p> <p>তার এই পোস্টে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। প্রশংসা করেছেন। বীর সাহাবি নামে একজন লিখেছেন, ‘আপনার গভীর উপলব্ধির জন্য আন্তরিক ধন্যবাদ’। মহিউদ্দিন আহমেদ নামের একজন লিখেছন, ‘মনের কথাই বলে দিলেন আমার হিরো।’</p> <p>উল্লেখ্য, প্রিন্স মাহমুদের জন্ম খুলনায়। বাংলা গানের এই কিংবদন্তি গীতিকার নব্বইয়ের দশক থেকে বাংলাদেশে ব্যান্ডশিল্পীদের একক এবং যৌথ অ্যালবামের গান লেখা, সুর করা এবং কম্পোজিশনের কাজ করেছেন। এর বাইরে ১৯৯৫ সালে ‘শক্তি’ অ্যালবামের মাধ্যমে মিশ্র শিল্পীর গানের অ্যালবাম প্রকাশ শুরু করেন তিনি।</p> <p>আশির দশকে গানের ভুবনে পথচলা শুরু হয় প্রিন্সের। এরপর নব্বইয়ের দশকের শুরুতে প্রিন্স গঠন করেন ‘ফ্রম ওয়েস্ট’ নামক একটি ব্যান্ড। সে সময় ব্যান্ড দলটির লিডার এবং মূল ভোকাল ছিলেন প্রিন্স মাহমুদ।</p> <p>সেই তালিকায় আছে বাংলাদেশ, আজ জন্মদিন তোমার, মা (দশ মাস দশ দিন), বাবা, বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়, পালাতে চাই, এত কষ্ট কেন ভালোবাসায়, বন্ধু ভেঙে ফেল এই কারাগার, কিছু ভুল ছিল তোমার, কিছু আমার, মাটি হবো মাটি, মনরে মনরে তুই বড় বোকা, তুমি বরুণা হলে, জেলখানার চিঠি, ভুবন ডাঙার হাসি, নিমন্ত্রণ, আঙুল, তুই চাইলে হবো নদী ইত্যাদি।</p> <p>বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তিদের একক কণ্ঠে জনপ্রিয় হওয়া বেশির ভাগ গানই তার সৃষ্টি করা। সর্বশেষ প্রিন্স মাহমুদের সুরে ‘সাতে-পাঁচে’ শিরোনামের গান গেয়েছিলেন মাকসুদুল হক।</p>