<p>দীর্ঘ সময় বলিউডে অনুপস্থিত থাকার পর স্বমহিমায় ফিরেছেন দেওল পরিবার। একদিকে সানি দেওলের গাদার ২ যেমন ব্লকবাস্টার ছিল, তেমনি অ্যানিমেলে রণবীরের সঙ্গে টেক্কা দিয়ে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন ববি দেওল। এরপর থেকেই ববির চাহিদা তুঙ্গে। এবার শোনা যাচ্ছে, ববি দেওলের ক্যারিয়ার সেরা চলচ্চিত্র ‘সোলজার’-এর সিক্যুয়েল আসতে চলেছে। আগামী বছরই ‘সোলজার ২’-এর শুটিং শুরু হবে। এমনটাই জানিয়েছেন প্রযোজক রমেশ তুরানি। তবে এতে ববি দেওল থাকছেন কি?</p> <p>১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘সোলজার’। রমেশ ও কুমার তুরানির প্রযোজনায় সেই সিনেমার পরিচালনার দায়িত্ব সামলেছিলেন আব্বাস মাস্তান। রাজ মালহোত্রা ওরফে ভিকি সিনহার চরিত্রে ববির অ্যাকশন প্যাকড রোল দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। সিনেমাটির নায়িকা ছিলেন প্রীতি জিনতা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাখি গুলজার, ফরিদা জালাল, জনি লিভার, সুরেশ ওবেরয়, দলিপ তাহিল, শরৎ সক্সেনা, আশিস বিদ্যার্থী।</p> <p>এবার দীর্ঘ ২৬ বছর পর সেই সিনেমার রিমেকে কি ববি দেওলকে দেখা যাবে? প্রীতি জিনতা কি আবারও জুটি বাঁধবেন তাঁর সঙ্গে? এ প্রসঙ্গে প্রযোজক রমেশ তুরানি বলেন, “আমরা এখনও কলাকুশলী নিয়ে নিশ্চিতভাবে কিছু ভাবিনি। কীভাবে গল্প সাজানো হবে তার উপরে নির্ভর করছে ববি আর প্রীতি এই নতুন সিনেমায় কাজ করবেন কিনা।”</p> <p>তবে আগামী বছরই শুটিং শুরু হবে সেকথা নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন প্রযোজক।</p> <p>সম্প্রতি ববি দেওলের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’। সিনেমাটির নায়ক রণবীর কাপুর হলেও অল্প সময়ের উপস্থিতিতেই বাজিমাত করেন ‘লর্ড ববি’। ‘আবরার’ চরিত্রে তার ‘জামাল কুদু’ নাচ তুমুল ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। এখন ববি আবারও গ্ল্যামলাইটের সামনের সারিতে। যশরাজের স্পাই ইউনিভার্স ‘আলফা’তেও দেখা যাবে তাকে। হাতে রয়েছে ‘কাঙ্গুবা’, ‘হরি হর বীর মাল্লু’র মতো বিগ বাজেট তামিল, তেলুগু সিনেমা।</p>