<p>বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যদের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই লাখ টাকা করে ময়মনসিংহের নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।</p> <p>আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অর্থ নিহতদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।</p> <p>মতবিনিময়সভায় জামায়াতে ইসলামী জেলা আমির আব্দুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ময়মনসিংহ মহানগর আমির কামরুল আহসান এমরুল। সভায় কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা জামায়াতের আমিরসহ ময়মনসিংহ জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।</p>