<p style="text-align:justify">আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রলীগ।</p> <p style="text-align:justify">সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকা থেকে চেরাগ আলী মার্কেট পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করা হয়।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের শত শত নেতাকর্মী হোসেন মার্কেট এলাকা থেকে মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে টঙ্গী সরকারি কলেজ পর্যন্ত প্রদক্ষিণ করেনে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদা সেলিম লিটন, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শিশির, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম তুষার প্রমুখ। </p> <p style="text-align:justify">এ সময় ছাত্রলীগের থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p>