<p>গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাজভীর হোসেন সিহান নামের এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার মৌচাক হানিফ স্পিনিং মিলস কারখানার সামনে দুর্বৃত্তরা ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে।</p> <p>নিহত যুবক তাজভীর হোসেন সিহান (২৮) উপজেলার মৌচাক জামতলা পূর্ব পাড়া এলাকার তানভীর হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার বায়িং হাউজে চাকরি করতেন বলে জানা গেছে।</p> <p>এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে ওই যুবক উত্তরায় যাওয়ার উদ্দেশে নিজবাসা থেকে বের হয়। তিনি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক হানিফ স্পিনিং মিলসের গেটের সামনে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত ওই যুবকের গতিরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন মৌচাক ফাঁড়ির পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।</p> <p>মৌচাক পুলিশ ফাঁড়ির উনচার্জ মহিদুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’</p>