<p style="text-align:justify">উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খালাস দিয়েছেন আদালত। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আমি ভাগ্যবান’, চতুর্থবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ে মনোজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728455330-b79b27c2871ca33fb991626936a73c66.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আমি ভাগ্যবান’, চতুর্থবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ে মনোজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/10/09/1433413" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত মামলাটি খারিজ করে এ আদেশ দেন। </p> <p style="text-align:justify">আদালত সূত্রে জানা গেছে, আজকে এ মামলার ধার্য তারিখ ছিল। তবে এ নিয়ে মামলার বাদী এবি সিদ্দিক ২০ বার আদালতে অনুপস্থিত রয়েছেন। পরে আদালত মামলাটি গড়হাজির দেখিয়ে খারিজ করে দেন এবং আসামিদের বেখসুর খালাস প্রদান করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রেনু হত্যার দায়ে একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728454684-61b417c3b85c9154f8da01892460aeeb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রেনু হত্যার দায়ে একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/09/1433408" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">২০১৮ সালের ৬ আগস্ট দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এবি সিদ্দিকী বাদী হয়ে মামলা করেন। ২০২২ সালের ৯ জুন আদালত মামলাটি আমলে গ্রহণ করেন।</p>