kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

পাঁচ পরিচালকের

বাঘ বন্দি সিংহ বন্দি

রংবেরং প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনূরুল আলম আতিক, গিয়াস উদ্দিন সেলিম, অমিতাভ রেজা, অনিমেষ আইচ ও আবু শাহেদ ইমন—পাঁচ পরিচালক বিনজ্-এর জন্য নির্মাণ করেছেন পাঁচ পর্বের সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’। করোনাকালে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, জীবিকা, সামাজিক অবস্থান, শারীরিক ও মানসিক বিপর্যয়ের অভিজ্ঞতাগুলোই সিরিজটিতে উঠে আসবে। সমাজের ভালোমন্দ নানা কর্মকাণ্ড এবং পারিবারিক সম্পর্কগুলোতে করোনাভাইরাস কী প্রভাব ফেলেছে, তা নিয়ে নূরুল আলম আতিক তৈরি করেছেন ‘নিষিদ্ধ বাসর’। গিয়াস উদ্দিন সেলিমের ‘যাত্রী’তে উঠে এসেছে করোনায় আক্রান্ত এক ব্যক্তিকে সামাজিকভাবে দূরে ঠেলে দেওয়ার চিত্র। লকডাউনে পরিবারের সদস্যদের মানসিক পরিবর্তন নিয়ে অমিতাভ রেজা তৈরি করেছেন ‘এসো বসে একসাথে খাই’। নিম্নমধ্যবিত্ত মানুষের চরম আর্থিক সংকট ফুটে উঠেছে আবু শাহেদ ইমনের ‘আড়াই মন স্বপ্ন’তে।

১ অক্টোবর থেকে বিনজ্-এর প্ল্যাটফর্মে সিরিজটি দেখতে পাবে দর্শক। অ্যানড্রয়েড স্মার্টফোনে অরিজিনাল কনটেন্ট উপভোগ করতে দর্শকদের গুগল প্লে স্টোর থেকে বিনজ্ মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। দিনে ১০ টাকা, সপ্তাহে ৪০ টাকা এবং মাসে ৯৯ টাকা করে তিনটি সাবসক্রিপশন প্যাকেজ রয়েছে অ্যাপটির।

মন্তব্যসাতদিনের সেরা