<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগের ক্ষতির রেশ না কাটতেই দ্বিতীয় দফা বন্যায় মৌলভীবাজার জেলার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষাধিক শিক্ষার্থী। সুনামগঞ্জে সড়ক তলিয়ে থাকায় কয়েকটি উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বন্ধ। গোয়ালন্দে পদ্মা নদীর পানি কিছুটা কমলেও স্রোতের গতিবেগ কমেনি। আমাদের সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৌলভীবাজার : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্ধ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> থেকে খোলার পর পাঠদান কার্যক্রম শুরুর আগেই মৌলভীবাজারের বিদ্যালয়গুলো বন্যাকবলিত হয়। এ ছাড়া বানের পানিতে তলিয়ে গেছে শিক্ষার্থীদের ঘরবাড়িও। তাই বাড়িতেও পড়ালেখা চালিয়ে যেতে পারছে না তারা। গত ১৬ জুন থেকে বন্যা শুরু হয় জেলার সাতটি উপজেলায়। দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত হয়েছে পাঁচটি উপজেলা। বানের পানিতে তলিয়ে যায় নদী ও হাওরতীরের ঘরবাড়ি, ক্ষেত-কৃষি, মৎস্য খামার, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম জানান, প্লাবিত পৌরসভা ও ইউনিয়নের সংখ্যা ৩০টি  এবং  গ্রামের সংখ্যা ৩৮৬। বন্যায় আক্রান্ত মানুষের সংখ্যা দুই লাখ ২৯ হাজার ২৫৮।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্যার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পানি হাওর ও নদী দিয়ে ধীরগতিতে ভাটির দিকে নামায় হাওরপারের জনবসতিতে ভোগান্তি দীর্ঘ হচ্ছে। চারপাশে পানিতে থইথই, জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি না হওয়ায় নদ-নদীর পানি কমলেও হাওরাঞ্চলের মানুষ পানিবন্দি রয়েছে। অনেক আবাসিক এলাকায় এখনো পানি থাকায় নৌকায় চলাচল করতে হচ্ছে। বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা উপজেলার হাওরাঞ্চলের গ্রামগুলোতে রয়েছে বিশুদ্ধ পানি, খাবারের পাশাপাশি গোখাদ্যের সংকট। বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন জানান, বন্যায় সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়ক পানিতে তলিয়ে থাকায় ১৫ দিন ধরে যানবাহন চলাচল বন্ধ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোয়ালন্দ (রাজবাড়ী) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রবিবার সকাল ৬টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্ট ৪ সেন্টিমিটার পানি কমে বিপত্সীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন জানিয়েছেন, পদ্মার পানি কিছুটা কমলেও স্রোতের গতিবেগ কমেনি। উপজেলার পদ্মা তীরবর্তী উজানচর, দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে আছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলমাকান্দা (নেত্রকোনা) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলমাকান্দায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়া শিশু বৃষ্টি ঋষির (৭) লাশ গতকাল রবিবার দুপুরে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এর আগে শনিবার সকাল ৮টায় কলমাকান্দা সদর  ইউনিয়নের বামনী গ্রামে পাহাড়ি ঢলের স্রোতে পড়ে সে নিখোঁজ হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত বৃষ্টি কলমাকান্দা সদর ইউনিয়নের আগবগজান গ্রামের কৃপেন্দ্র ঋষির মেয়ে। সে আগবগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।</span></span></span></span></p>