<p style="text-align:justify">সয়াবিন তেলের দাম নির্ধারণের দুই দিন পার হলেও রাজধানীর খুচরা বাজারগুলোতে নতুন দরের সয়াবিন তেল সরবরাহ নেই। সয়াবিন তেলের দাম বাড়ানোর পর খাতসংশ্লিষ্টরা বলেছিলেন, দু-এক দিনের মধ্যেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে।</p> <p style="text-align:justify">কিন্তু রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা দোকানগুলোতে বোতলজাত সয়াবিনের সরবরাহ ঠিক হয়নি। যদিও গত সোমবার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি আট টাকা বাড়ানোর ঘোষণা এসেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মির্জা ফখরুল দেশে ফিরছেন আজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1733972379-80d4f3ad45d39c3126e0de0961f197e0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মির্জা ফখরুল দেশে ফিরছেন আজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/12/1456620" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ব্যবসায়ী ও বিক্রেতারা বলছেন, দুই-এক দিনের মধ্যে নতুন দরের বোতলজাত সয়াবিন তেল বাজারে আসা শুরু করলে সংকট কাটবে।</p> <p style="text-align:justify">গতকাল বুধবার দুপুরে রাজধানীর ভাটারা নতুন বাজার, রামপুরা ও গুলশানের কালাচাঁদপুরের বেশ কয়েকজন বিক্রেতা জানান, সয়াবিন তেলের দাম বাড়ার পরও ডিলাররা খুচরা পর্যায়ে বোতলজাত তেল সরবরাহ শুরু করেননি। তবে কয়েকজন দোকনদার জানিয়েছেন, তাদের কাছ থেকে গতকাল বোতলজাত তেলের অর্ডার নিয়েছেন ডিলাররা। বৃহস্পতিবার এসব তেল সরবরাহ করার কথা রয়েছে। খুচরা পর্যায়ে কয়েকটি দোকানে পুরনো তেলের বোতল থাকলেও বাড়তি দরে বিক্রি করতে দেখা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ, জেনে নিন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1733971996-41d75ed8615d99cc446615f71abc7400.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ, জেনে নিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/12/1456619" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অন্যদিকে ডিলাররা জানিয়েছেন, মূল্যবৃদ্ধির পর তাদের কাছ থেকে কম্পানিগুলো অর্ডার (ডিউ) নিয়েছে। এরই মধ্যে তারা রাজধানীর কিছু এলাকায় তেল সরবরাহ শুরু করেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে খুচরা পর্যায়ে তেল সরবরাহ স্বাভাবিক হবে।</p> <p style="text-align:justify">রাজধানীর নতুন বাজারের মুদি দোকানদার সাইফুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘দাম বাড়ানো হলেও এখনো কোনো ডিলার তেল দেয়নি। তবে ডিলার আমার কাছ থেকে আজ (বুধবার) অর্ডার নিয়ে গেছে। বৃহস্পতিবার দুই কার্টন তেল দেবেন বলে জানিয়ে গেছেন। তিন সপ্তাহ ধরে ডিলাররা আমাকে তেল দেননি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ, জেনে নিন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1733971996-41d75ed8615d99cc446615f71abc7400.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ, জেনে নিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/12/1456619" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রাজধানীর রামপুরা কাঁচাবাজারের মেসার্স মহিউদ্দিন এন্টারপ্রাইজের ব্যবসায়ী মো. মহিউদ্দিন গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘তেলের দাম বাড়ার পর প্রতিদিনই কয়েকবার করে ডিলারদের সঙ্গে যোগাযোগ করছি, তার পরও তেল পাচ্ছি না। আজকেও (বুধবার) কয়েকবার যোগাযোগ করেছি, তারা বলছে, মাল রেডি হচ্ছে, দ্রুতই পেয়ে যাবেন।’ </p> <p style="text-align:justify">প্রায় এক মাস ধরে দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পর থেকে ভোজ্য তেল সরবরাহকারী কম্পানিগুলো বিশ্ববাজারের দরের সঙ্গে সমন্বয় করে দেশেও সয়াবিন তেলের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এরই মধ্যে ডিলার বা সরবরাহকারী পর্যায় থেকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যায়।</p> <p style="text-align:justify">ফলে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল সরবরাহে সংকট তৈরি হয়। এমন অবস্থায় গত সোমবার ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেমন কাটতে পারে আজ ১২ ডিসেম্বরের দিনটি? জেনে নিন রাশিফল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1733971256-78f6987577263cf8573d02ded01a6aa0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেমন কাটতে পারে আজ ১২ ডিসেম্বরের দিনটি? জেনে নিন রাশিফল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/12/1456617" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">নতুন দর অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৫ টাকায়, যা এত দিন ছিল ১৬৭ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১৫৭ টাকা। খোলা পাম তেলের লিটারও ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৬০ টাকা, যা আগে ছিল ৮১৮ টাকা।</p>