<p>গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। এর পরদিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান শুরু করেছে, যা দুই মাস চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।</p> <p>কালিন্দী কুঞ্জ, উত্তম নগর, শাহীন বাগ এবং জামিয়া নগরসহ শহরের বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়েছে। সেখানে পুলিশ বস্তি, ফুটপাথ এবং অননুমোদিত কলোনিতে বসবাসকারী লোকদের নথিপত্র পরীক্ষা করে দেখছেন।</p> <p>দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এলজি সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়।</p> <p>একজন কর্মকর্তা বলেন, ‘কিছু মানুষের কাছে যথাযথ নথি ছিল না, তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে...যদি তারা অবৈধ অভিবাসী বলে প্রমাণিত হয়, তাহলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।’</p> <p>তিনি আরো জানান, ‘যেখানে আমরা সন্দেহ করছি যে অবৈধ অভিবাসীরা বসবাস করছে, সেখানেই অভিযান চালাচ্ছি। তাদের নথি পরীক্ষা করা হচ্ছে। যারা অবৈধভাবে বসবাস করছে তাদের বিদেশি আইনের অধীনে মামলা করা হবে এবং ফেরত পাঠাতে হবে।’</p> <p>কয়েক দিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধিদল এলজি সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেয়ার আহবান জানান। এ সময় তারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে জোর দাবি জানান।</p> <p>সূত্র :  এএনআই</p>