<p><strong>সপ্তম অধ্যায়</strong></p> <p><strong>বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম</strong></p> <p><strong>জ্ঞানমূলক প্রশ্ন</strong></p> <p>১। NGO-এর পূর্ণাঙ্গ রূপ কী?</p> <p>উত্তর : NGO-এর পূর্ণাঙ্গ রূপ হলো Non-Government Organization.</p> <p>২। বাংলাদেশে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ প্রকৃতিগতভাবে কয় ধরনের?</p> <p>উত্তর : বাংলাদেশে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ প্রকৃতিগতভাবে দুই ধরনের।</p> <p>৩। আঞ্চলিক বা জাতীয়ভাবে NGO প্রতিষ্ঠায় কার অনুমোদন নিতে হয়?</p> <p>উত্তর : আঞ্চলিক বা জাতীয়ভাবে NGO প্রতিষ্ঠায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়।</p> <p>৪। বাংলাদেশের উল্লেখযোগ্য একটি এনজিওর নাম লেখো।</p> <p>উত্তর : বাংলাদেশের উল্লেখযোগ্য একটি এনজিওর নাম হলো ব্র্যাক।</p> <p>৫। স্বেচ্ছাসেবী সংস্থা কী?</p> <p>উত্তর : বেসরকারি পর্যায়ে পরিচালিত সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলোই স্বেচ্ছাসেবী সংস্থা।</p> <p>৬। ব্র্যাক কী?</p> <p>উত্তর : ব্র্যাক হলো বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। এটি ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।</p> <p>৭। ‘পল্লিকণ্ঠ’ কী?</p> <p>উত্তর : ‘পল্লিকণ্ঠ’ হলো ব্র্যাকের কমিউনিটি রেডিও।       </p> <p>৮। ব্র্যাকের বিক্রয়কেন্দ্রগুলো কী নামে পরিচিত?</p> <p>উত্তর : ব্র্যাকের বিক্রয়কেন্দ্রগুলো ‘আড়ং’ নামে পরিচিত।   </p> <p>৯। ‘Save Bangladesh’-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?</p> <p>উত্তর : ‘Save Bangladesh’-এর প্রতিষ্ঠাতা ছিলেন স্যার ফজলে হাসান আবেদ।      </p> <p>১০। ব্র্যাকের স্লোগান কী?</p> <p>উত্তর : ব্র্যাকের স্লোগান হচ্ছে Alleviation of poverty and empowerment of poor.</p> <p>১১। ব্র্যাকের কর্মসূচির অন্যতম হাতিয়ার হিসেবে কোনটি অধিক উপযোগী?</p> <p>উত্তর : ব্র্যাকের কর্মসূচির অন্যতম হাতিয়ার হিসেবে ক্ষুদ্রঋণ কর্মসূচি অধিক উপযোগী।     </p> <p>১২। ক্ষুদ্র ঋণদান কর্মসূচিতে ব্র্যাকের কৌশল কোনটি?</p> <p>উত্তর : ক্ষুদ্র ঋণদান কর্মসূচিতে ব্র্যাকের কৌশল গ্রাম সংগঠন গড়ে তোলার মাধ্যমে ঋণদান।</p> <p>১৩। ব্র্যাকের কয়টি প্রতিজ্ঞা রয়েছে?</p> <p>উত্তর : ব্র্যাকের ১৮টি প্রতিজ্ঞা রয়েছে।</p> <p>১৪। ব্র্যাক প্রাথমিক শিক্ষা কর্মসূচি হাতে নেয় কখন?</p> <p>উত্তর : ব্র্যাক প্রাথমিক শিক্ষা কর্মসূচি হাতে নেয় ১৯৮৫ সালে।</p> <p>১৫। ব্র্যাক বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু করে কখন?</p> <p>উত্তর : ব্র্যাক বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু করে ১৯৯৫ সালে।</p> <p>১৬। BEP-এর পূর্ণরূপ কী?</p> <p>উত্তর : BEP-এর পূর্ণরূপ হলো BRAC Education Project.</p> <p>১৭। ‘গণকেন্দ্র’ কী?</p> <p>উত্তর : ‘গণকেন্দ্র’ হলো ব্র্যাকের একটি পত্রিকা।</p> <p>১৮। বাংলাদেশে কোন NGO প্রথম বিশ্ববিদ্যালয় চালু করে?</p> <p>উত্তর : NGO হিসেবে বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় চালু করে ব্র্যাক।        </p> <p>১৯। ব্র্যাকের কয়টি শিক্ষা কর্মসূচি রয়েছে?</p> <p>উত্তর : ব্র্যাকের দুটি শিক্ষা কর্মসূচি রয়েছে।   </p> <p>২০। ব্র্যাকের ক্ষুদ্রঋণ কার্যক্রম কখন শুরু হয়?</p> <p>উত্তর : ব্র্যাকের ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু হয় ১৯৭৪ সালে।</p> <p>২১। আঞ্চলিক ও দেশীয় NGO-গুলোর অনুমোদন দেওয়া হয় কোথা থেকে?</p> <p>উত্তর : আঞ্চলিক ও দেশীয় NGO-গুলোর অনুমোদন দেওয়া হয় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে।</p> <p>২২। কয়টি প্রতিষ্ঠান বাংলাদেশের NGO-গুলোকে নিয়ন্ত্রণ করে?</p> <p>উত্তর : দুটি প্রতিষ্ঠান বাংলাদেশের NGO-গুলোকে নিয়ন্ত্রণ করে।  </p> <p>২৩। কোন বেসরকারি সংস্থা বাংলাদেশে কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক NGO-গুলোকে নিয়ন্ত্রণ করে?</p> <p>উত্তর : বেসরকারি সংস্থা হিসেবে বাংলাদেশে কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক NGO-গুলোকে নিয়ন্ত্রণ করে Federation of NGOs in Bangladesh (FNB).</p> <p>২৪। কোন সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়?</p> <p>উত্তর : ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়।</p> <p>২৫। ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?</p> <p>উত্তর : ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।</p> <p>২৬। ব্র্যাকের সামাজিক উন্নয়নের মূলে কী রয়েছে?</p> <p>উত্তর : ব্র্যাকের সামাজিক উন্নয়নের মূলে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন।</p> <p>২৭। BRAC-এর পূর্ণরূপ কী?</p> <p>উত্তর : BRAC-এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Advancement Committee.</p> <p>২৮। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি চালুর উদ্দেশ্য কী ছিল?</p> <p>উত্তর : ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি চালুর উদ্দেশ্য ছিল দেশব্যাপী ডায়রিয়া নিয়ন্ত্রণ করা।</p> <p>২৯। কোনটি ব্র্যাকের সাম্প্রতিককালের কর্মসূচি?</p> <p>উত্তর : আইনগত সহায়তা প্রদান ব্র্যাকের সাম্প্রতিককালের কর্মসূচি।</p> <p>৩০। কোনটিকে ব্র্যাকের মুখপত্র হিসেবে বিবেচনা করা হয়?</p> <p>উত্তর : ‘মাসিক গণকেন্দ্র’ পত্রিকাকে ব্র্যাকের মুখপত্র হিসেবে বিবেচনা করা হয়।</p> <p>৩১। ব্র্যাক কত সালে জাতীয়ভাবে খাবার স্যালাইন তৈরির কর্মসূচি গ্রহণ করে?</p> <p>উত্তর : ব্র্যাক ১৯৮০ সালে জাতীয়ভাবে খাবার স্যালাইন তৈরির কর্মসূচি গ্রহণ করে।</p> <p>৩২। বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা কোনটি?</p> <p>উত্তর : বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা ব্র্যাক।</p> <p>৩৩। ব্র্যাক বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে কেন?</p> <p>উত্তর : ব্র্যাক বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে সামাজিক উন্নয়নের জন্য।</p> <p>৩৪। প্রতিষ্ঠার সময় ব্র্যাকের কাজ ছিল কোনটি?</p> <p>উত্তর : প্রতিষ্ঠার সময় ব্র্যাকের কাজ ছিল ঋণদান কর্মসূচি পরিচালনা করা।</p> <p>৩৫। ব্র্যাকের যাত্রা শুরু হয়েছিল কিভাবে?</p> <p>উত্তর : ব্র্যাকের যাত্রা শুরু হয়েছিল ত্রাণ ও পুনর্বাসনমূলক কর্মসূচির মাধ্যমে।</p> <p>৩৬। ব্র্যাকের শিক্ষা কার্যক্রম কয়টি ভাগে বিভক্ত?</p> <p>উত্তর : ব্র্যাকের শিক্ষা কার্যক্রম দুটি ভাগে বিভক্ত।</p> <p>৩৭। ব্র্যাক কত সাল থেকে উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি চালু করে।</p> <p>উত্তর : ব্র্যাক ১৯৮৫ সাল থেকে উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি চালু করে।</p> <p>৩৮। ব্র্যাক কোন শিক্ষার মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণে ভূমিকা রাখে?</p> <p>উত্তর : ব্র্যাক অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণে ভূমিকা রাখে।</p> <p>৩৯। ব্র্যাক কত সালে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি চালু করে?</p> <p>উত্তর : ব্র্যাক ১৯৯৮ সালে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি চালু করে।</p> <p>৪০। ব্র্যাক কোন ধরনের প্রতিষ্ঠান?</p> <p>উত্তর : ব্র্যাক একটি স্বেচ্ছাসেবী বা বেসরকারি প্রতিষ্ঠান।</p> <p>৪১। গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক?</p> <p>উত্তর : গ্রামীণ ব্যাংক হলো ক্ষুদ্রঋণ লগ্নিকারী একটি স্বায়ত্তশাসিত ব্যাংক।</p> <p>৪২। গ্রামীণ ব্যাংকের টার্গেট গ্রুপ কারা?</p> <p>উত্তর : গ্রামীণ ব্যাংকের টার্গেট গ্রুপ হলো ভূমিহীন, দুস্থ ও প্রান্তিক মহিলা ও পুরুষ।</p> <p>৪৩। ইউসেপ জাতীয় এনজিও হিসেবে নিবন্ধিত হয় কত সালে?</p> <p>উত্তর : ইউসেপ জাতীয় এনজিও হিসেবে নিবন্ধিত হয় ১৯৮৮ সালে।</p> <p>৪৪। ইউসেপ কত সালে আন্তর্জাতিক বেসরকারি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে?</p> <p>উত্তর : ইউসেপ ১৯৭২ সালে আন্তর্জাতিক বেসরকারি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে।</p>