<p><strong>প্রথম অধ্যায়</strong></p> <p><strong>প্রাক-ইসলামি আরব</strong></p> <p><strong>জ্ঞানমূলক প্রশ্ন</strong></p> <p><strong>[পূর্বপ্রকাশের পর]</strong></p> <p>২২। পৃথিবীর প্রাচীন বৃহত্তম রঙ্গশালার নাম কী?</p> <p>উত্তর : পৃথিবীর প্রাচীন বৃহত্তম রঙ্গশালার নাম কলোসিয়াম।</p> <p>২৩। মেমফিস কী?</p> <p>উত্তর : মিসরের রাজা মেনেস কর্তৃক প্রতিষ্ঠিত ঐক্যবদ্ধ মিসরের রাজধানী হলো মেমফিস।</p> <p>২৪। আরব শব্দের অর্থ কী?</p> <p>উত্তর : আরব শব্দের অর্থ মরুভূমি।</p> <p>২৫। উকায মেলা কী?</p> <p>উত্তর : উকায মেলা হলো ইসলাম-পূর্ব আরব সমাজে উকায নামক স্থানে অনুষ্ঠিত বিখ্যাত মেলা।</p> <p>২৬। আরব উপদ্বীপের আয়তন কত বর্গমাইল?</p> <p>উত্তর : আরব উপদ্বীপের আয়তন ১০,২৭,০০০ বর্গমাইল।</p> <p>২৭। কাবাঘরে রক্ষিত প্রধান মূর্তিটির নাম কী?</p> <p>উত্তর : কাবাঘরে রক্ষিত প্রধান মূর্তিটির নাম ছিল হোবল।</p> <p>২৮। সাতটি পর্বতের নগরী বলা হয় কোন শহরকে?</p> <p>উত্তর : সাতটি পর্বতের নগরী বলা হয় রোমকে।</p> <p>২৯। সুমেরীয় ধর্মমন্দিরের নাম কী ছিল?</p> <p>উত্তর : সুমেরীয় ধর্মমন্দিরের নাম জিগুরাত।</p> <p>৩০। ঐতিহাসিক গিবনের মতে, প্রাক-ইসলামি আরবে কতটি যুদ্ধ সংঘটিত হয়?</p> <p>উত্তর : ঐতিহাসিক গিবনের মতে, প্রাক-ইসলামি আরবে ১৭০০ যুদ্ধ সংঘটিত হয়।</p> <p>৩১। কোন গাছকে গাছের রানি বলা হয়?</p> <p>উত্তর : খেজুরগাছকে গাছের রানি বলা হয়।</p> <p>৩২। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি?</p> <p>উত্তর : পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হলো আরব উপদ্বীপ।</p> <p>৩৩। হিব্রু সভ্যতা বর্তমানের কোন স্থানে গড়ে উঠেছিল?</p> <p>উত্তর : হিব্রু সভ্যতা বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েলে গড়ে উঠেছিল।</p> <p>৩৪। প্রাচীন আরবদের রাজনৈতিক জীবনের মূলভিত্তি কী ছিল?</p> <p>উত্তর : আল-আসাবিয়া বা গোত্রপ্রীতি এবং গোত্রশাসন ছিল প্রাচীন আরবদের রাজনৈতিক জীবনের মূল ভিত্তি।</p> <p>৩৫। ‘মেসোপটেমিয়া’ কোন ভাষার শব্দ? এর অর্থ কী?</p> <p>উত্তর : ‘মেসোপটেমিয়া’ গ্রিক শব্দ, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।</p> <p>৩৬। প্রাচীনকালে মূলত ইউরোপের কোথায় রোমান সভ্যতা গড়ে উঠেছিল?</p> <p>উত্তর : প্রাচীনকালে ইতালি ও তার রাজধানী রোমকে কেন্দ্র করে রোমান সভ্যতা গড়ে উঠেছিল।</p> <p>৩৭। ইসলামের আবির্ভাবের আগে আরবে প্রধানত কয়টি ধর্ম প্রচলিত ছিল?</p> <p>উত্তর : ইসলামের আবির্ভাবের আগে আরবে পাঁচটি ধর্ম প্রচলিত ছিল।</p> <p>৩৮। ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ কয় ভাগে ভাগ করা হয়েছে?</p> <p>উত্তর : ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ তিন ভাগে ভাগ করা হয়েছে।</p> <p>৩৯। যাযাবর আরবরা কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?</p> <p>উত্তর : যাযাবর আরবরা দুটি শ্রেণিতে বিভক্ত ছিল।</p> <p>৪০। ‘Memphite Drama’ কোন সাহিত্যের অন্যতম নিদর্শন?</p> <p>উত্তর : ‘Memphite Drama’ মিসরীয় সাহিত্যের অন্যতম নিদর্শন।</p> <p>৪১। কোন সভ্যতায় নগররাষ্ট্রের প্রধানকে পাথেজি বলা হতো?</p> <p>উত্তর : সুমেরীয় সভ্যতায় নগররাষ্ট্রের প্রধানকে পাথেজি বলা হতো।</p> <p>৪২। মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?</p> <p>উত্তর : মেসোপটেমীয় সভ্যতা ফোরাত ও দজলা নদীর তীরে গড়ে ওঠে।</p>