<p><strong>ভ্রমণকাহিনি</strong></p> <p><strong>প্রবাস বন্ধু</strong></p> <p><strong>সৈয়দ মুজতবা আলী</strong></p> <p><strong>বহু নির্বাচনী প্রশ্ন </strong></p> <p>১। ‘তম্বি’ শব্দের অর্থ কী?</p> <p>ক) বড় দেহ  খ) ক্ষীণ দেহ  গ) তিরস্কার  ঘ) পুনরায়</p> <p>২। আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন?</p> <p>ক) আচরণের জন্য  </p> <p>খ) শারীরিক গঠনের জন্য  </p> <p>গ) বেশি রান্নার জন্য</p> <p>ঘ) বেশি খাওয়ার জন্য</p> <p>নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :</p> <p>শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফলং বেড়াতে যায়। সেখানের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝরনা, নদী−সব কিছু তাকে গভীরভাবে আকর্ষণ করে। সার্বিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাবাকে বলে, ‘এখানে আমাদের একটা বাড়ি বানিয়ে দেবে?’</p> <p>৩। উদ্দীপকের জেরিনের সঙ্গে গল্পের লেখকের চাওয়া এক সূত্রে বাঁধা নয়, কারণ লেখক পানশির যেতে চেয়েছিলেন−</p> <p>ক) অবকাশ যাপনের জন্য  </p> <p>খ) বিনোদনের জন্য</p> <p>গ) জীবন বাঁচাতে  </p> <p>ঘ) সৌন্দর্য উপভোগের জন্য</p> <p>৪। উদ্দীপকের জাফলংয়ের সঙ্গে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির পানশিরের বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায়−</p> <p>i. প্রাকৃতিক সৌন্দর্যে</p> <p>ii. ঋতু বৈচিত্র্যে   </p> <p>iii. জীবনযাত্রায়</p> <p>নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i ও ii  খ) ii ও iii  গ) i ও iii ঘ) i, ii ও iii</p> <p><img alt="এসএসসি প্রস্তুতি " height="402" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2023/11.November/23-11-2023/Slp/kalerkantho-1A (1).jpg" style="float:right" width="219" />৫। সৈয়দ মুজতবা আলী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?</p> <p>ক) ১৯০৩   খ) ১৯০৪   গ) ১৯০৯   ঘ) ১৯১৩</p> <p>৬। করিমগঞ্জ কোথায়?</p> <p>ক) ঢাকায়   খ) আসামে</p> <p>গ) আফগানিস্তানে   </p> <p>ঘ) কলকতায়</p> <p>৭। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?</p> <p>ক) আসামের করিমগঞ্জ</p> <p>খ) কলকাতার বেলাহাটি</p> <p>গ) বাংলাদেশের শিবপুর</p> <p>ঘ) বাংলাদেশের মৌলভীবাজার</p> <p>৮। প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল?</p> <p>ক) ঝগড়া করেছিল  </p> <p>খ) নিচের দিকে তাকিয়ে ছিল</p> <p>গ) পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত</p> <p>ঘ) অলসভাবে বসে থাকত</p> <p>৯। সৈয়দ মুজতবা আলী পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লিখলে তাঁকে কী করতে হয়?</p> <p>ক) জেলে যেতে হয় </p> <p>খ) পালিয়ে যেতে হয় </p> <p>গ) চাকরি ছাড়তে হয়</p> <p>ঘ) আন্দোলন করতে হয়</p> <p>১০। নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত?</p> <p>ক) মাধবীলতা</p> <p>খ) শেষের কবিতা  </p> <p>গ) চাচা কাহিনী</p> <p>ঘ) নূর ইসলাম</p> <p>১১। পঞ্চতন্ত্র কার রচনা?</p> <p>ক) সৈয়দ মুজতবা আলী    খ) রবীন্দ্রনাথ ঠাকুর      গ) প্রমথ চৌধুরী         ঘ) কাজী মোতাহার হোসেন</p> <p>১২। সৈয়দ মুজতবা আলী কোথায় মারা যান?</p> <p>ক) কলকাতায়     খ) আসামে   </p> <p>গ) আসানসোলে     ঘ) ঢাকায়</p> <p>১৩। সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?</p> <p>ক) ১৯৭৪   খ) ১৯৭৬   গ) ১৯৯৯   ঘ) ২০০১</p> <p>১৪। কাবুল থেকে আড়াই মাইল দূরের গ্রামের নাম কী?</p> <p>ক) খাজামোল্লা</p> <p>খ) পানশির</p> <p>গ) হরফন মৌলা</p> <p>ঘ) ওরভেয়া</p> <p>১৫। জিরার কে?</p> <p>ক) লেখক খ) ব্যবসায়ী গ) মন্ত্রী    ঘ) অধ্যক্ষ</p> <p>১৬। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে ফরাসি জাতের লোক কে?</p> <p>ক) আবদুর রহমান  </p> <p>খ) অধ্যক্ষ জিরার       </p> <p>গ) লেখকের চাকর  </p> <p>ঘ) কাবুলের মন্ত্রী</p> <p>১৭। কে কায়দামাফিক আবদুর রহমানকে আলাপ করিয়ে দেয়?</p> <p>ক) মুজতবা আলী  </p> <p>খ) হরফন মৌলা   </p> <p>গ) জিরার সাহেব   </p> <p>ঘ) খাজা মোল্লা</p> <p>১৮। আবদুর রহমান কার চাকর?</p> <p>ক) লেখকের </p> <p>খ) অধ্যক্ষ জিরারের </p> <p>গ) আমীর আলীর   </p> <p>ঘ) মন্ত্রী সাহেবের</p> <p>১৯। সব কাজ করে দেবে কে?</p> <p>ক) অধ্যক্ষ জিরার  </p> <p>খ) মাননীয় মন্ত্রী   </p> <p>গ) আবদুর রহমান  </p> <p>ঘ) আমীর আলী</p> <p>২০। ‘জুতো বুরুশ থেকে খুনখারাবি’ বলতে কী বোঝানো হয়েছে?</p> <p>ক) জুতা পলিশ ও খুন করা  খ) ছোট থেকে বড় সব কাজ গ) ঝগড়া-বিবাদ ঘ) রান্না ও যত্ন করা</p> <p>২১। ‘হরফন মৌলা’ কাকে বলে?</p> <p>ক) সব কাজ করতে পারে যে খ) রান্না করতে পারে যে</p> <p>গ) মারামারি করতে পারে যে ঘ) সব সময় ঝগড়া করে যে</p> <p>২২। বিকেলে দেখা হবে বলে কে চলে গেলেন?</p> <p>ক) আবদুর রহমান  </p> <p>খ) অধ্যক্ষ জিরার</p> <p>গ) মুজতবা আলী   </p> <p>ঘ) আমীর আলী</p> <p>২৩। কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন?</p> <p>ক) দুই  খ) তিন  </p> <p>গ) চার ঘ) পাঁচ</p> <p>২৪। লেখকের দেখা দুটি নরদানবের একজন কে?</p> <p>ক) জিরার      </p> <p>খ) লেখকের গৃহভৃত্য      </p> <p>গ) লেখকের বন্ধু   </p> <p>ঘ) লেখকের বাড়িওয়ালা</p> <p>২৫। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে নরদানবের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?</p> <p>ক) জিরারের </p> <p>খ) আবদুর রহমানের </p> <p>গ) মুজতবা আলীর  </p> <p>ঘ) খাজা মোল্লার</p> <p>২৬। আবদুর রহমান উচ্চতায় কত ফুট?</p> <p>ক) চার ফুট  খ) পাঁচ ফুট  গ) ছয় ফুট  ঘ) সাত ফুট</p> <p>২৭। দুই কাঁদি মর্তমান কলার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?</p> <p>ক) আবদুর রহমানের হাত   খ) আবদুর রহমানের হাতের আঙুল</p> <p>গ) আবদুর রহমানের কান   ঘ) আবদুর রহমানের পায়ের আঙুল</p> <p>২৮। আবদুর রহমানের পায়ের সাইজ কিসের মতো?</p> <p>ক) গাড়ির মতো   </p> <p>খ) ডিঙি নৌকার মতো</p> <p>গ) রিলিফ ম্যাপের মতো   </p> <p>ঘ) পান্তুয়ার মতো</p> <p>২৯। ‘আমীর আবদুর রহমান’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?</p> <p>ক) বাদশাহ আবদুর রহমান</p> <p>খ) প্রভু আবদুর রহমান  </p> <p>গ) রাগী আবদুর রহমান</p> <p>ঘ) কাজের লোক আবদুর রহমান</p> <p>৩০। আবদুর রহমান আমীর আবদুর রহমান হলে কোন দেশের ভার বহন করতেন?</p> <p>ক) আরবের</p> <p>খ) বাংলাদেশের</p> <p>গ) আফগানিস্তানের</p> <p>ঘ) লন্ডনের</p> <p>৩১। আবদুর রহমানের রং কেমন?</p> <p>ক) কালো   খ) ফরসা</p> <p>গ) বাদামি   ঘ) সাধারণ</p> <p>৩২। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন কোন ঋতুর কথা প্রকাশ পেয়েছে?</p> <p>ক) গ্রীষ্ম-বর্ষা খ) বর্ষা-হেমন্ত গ) শীত-গ্রীষ্ম ঘ) শীত-বসন্ত</p> <p>৩৩। আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য রয়েছে কার চেহারার?</p> <p>ক) অধ্যক্ষ জিরার  </p> <p>খ) আমীর রহমানের </p> <p>গ) মুজতবা আলীর  </p> <p>ঘ) আবদুর রহমানের</p> <p> </p> <p><strong>উত্তর : </strong>১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. ক ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. গ ২৭. খ ২৮. খ ২৯. ক ৩০. গ ৩১. খ ৩২. গ ৩৩. ঘ।</p>