<p>পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘনকুয়াশার কারণে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেল ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।</p> <p>বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে কুয়াশার কারণে নৌ পথে নিকটবর্তী কিছু না দেখায় সম্ভাব্য এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। অপর দিকে আরিচা-কাজীরহাট নৌরুটে ১০ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে প্রচন্ড ঠান্ডায় দুর্ভোগে পরে ঘাটে পার হতে আসা যাত্রী ও চালকরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1733978369-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/12/1456631" target="_blank"> </a></div> </div> <p>বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. আব্দুস সালাম জানান, ঘনকুয়াশার কারণে নৌপথে কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে দুটি ফেরি নঙ্গর করে রাখা হয়। অপরদিকে আরিচা-কাজীরহাট রুটে দুটি ফেরি আটকে থাকে মাঝ নদীতে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে উভয় নৌরুটে চলাচল স্বাভাবিক হয়।</p>